For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মহত্যার চেষ্টা আর অপরাধ গণ্য হবে না, আইন বদলাচ্ছে কেন্দ্র

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মরণ
নয়াদিল্লি, ৫ অগস্ট: আত্মহত্যা করার চেষ্টা এখন আইনের চোখে অপরাধ। কিন্তু আর কিছুদিন পরই তা অপরাধ বলে গণ্য হবে না! এই মর্মে আইন সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) প্রণীত হয়েছিল সেই ব্রিটিশ আমলে। আইপিসি-তে ঢোকানো হয়েছিল ৩০৯ ধারা। তদনুযায়ী, কেউ আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পুলিশ। বিচারে দোষ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয় সাজাই হতে পারে।

এ বার এই পরিস্থিতি বদলাতে উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় বলেছেন, আইন কমিশন ৩০৯ ধারা খারিজ করার পক্ষে মত দিয়েছে। সরকার সেই সুপারিশ মেনে নিয়েছে। এখন বিভিন্ন মহলের মতামত নেওয়া হচ্ছে। খুব শীঘ্র সংসদে বিল আনা যাবে বলে আশা।

ওয়াকিবহাল মহলের মতে, ৩০৯ ধারা খারিজের পরিকল্পনার সঙ্গে কাজ করছে এনডিএ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত হল, কেউ শখ করে আত্মঘাতী হয় না। আর্থ-সামাজিক বা ব্যক্তিগত কারণে এমন অবস্থায় একজন পৌঁছয়, যখন জীবনটা 'বোঝা' হয়ে দাঁড়ায়। তখন নিজেকে শেষ করে দেওয়া ছাড়া উপায় ভাবতে পারে না। যদি কেউ এমন অবস্থা থেকে বেঁচে ফেরে, তা হলে তার দরকার সহানুভূতি। তাকে বুঝিয়ে-সুঝিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। উলটে জেলে পাঠালে তা হবে মানবিকতার অবমাননা। তাই ৩০৯ ধারা সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

English summary
Centre will soon decriminalise IPC 309, minister informs parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X