For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নাগরিকত্ব সংশোধনী আইন অসাংবিধানিক, মন্তব্য প্রাক্তন সুপ্রিম বিচারপতি মদন লোকুর

‌নাগরিকত্ব সংশোধনী আইন অসাংবিধানিক, মন্তব্য প্রাক্তন সুপ্রিম বিচারপতি মদন লোকুর

Google Oneindia Bengali News

বিজেপি সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধান বিরোধী বললেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর। তিনি জানিয়েছে, যদি কেউ ১৯৫২ সালে সুপ্রিম কোর্টের বিধি–বিধানের সঙ্গে একমত হয় তবে সংশোধিত নাগরিকত্ব আইনে অবৈধ অভিবাসীর সংজ্ঞাটি সংবিধান বিরোধী।

‌নাগরিকত্ব সংশোধনী আইন অসাংবিধানিক, মন্তব্য প্রাক্তন সুপ্রিম বিচারপতি মদন লোকুর


মদন লোকুর এক সাক্ষাতকারে জানিয়েছেন, এই আইন পাশ হওয়ার জন্য দু’‌টি বিষয়ের দরকার রয়েছে। সাম্যতার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাস ও যোগসূত্রের জন্য সংবিধানের ১৪ অনুচ্ছেদটিকে আগে অতিক্রম করার দরকার ছিল। কিন্তু বর্তমান এই বিতর্কে এই বিষয়টি পুরোপুরি ভুলে যাওয়া হয়েছে। ফিজির সুপ্রিম কোর্টের বিচারপতি লোকুর এই সাক্ষাতকারে বিভিন্ন বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। মদন লোকুর বলেন, '‌শ্রেণীবদ্ধকরণ অবশ্যই যুক্তিযুক্ত হতে হবে, স্বৈরাচারি হলে হবে না।’‌ কেন্দ্র সরকার কিছু বিবেচনা না করেই এই সংশোধনী আইন পাশ করিয়েছেন। যা অসাংবিধানিক।

হায়দরাবাদ মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ–খুনের মামলায় চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু প্রশ্ন তুলেছে দেশের বিচার ব্যবস্থাকে নিয়ে। দেশে বিচার ব্যবস্থা বিলম্বের কারণেই দ্রুত বিচারের জন্য এনকাউন্টার কি বিকল্প ব্যবস্থা হতে পারে?‌ মদন লোকুর এ প্রসঙ্গে বলেন, '‌একেবারেই নয়। একটি এনকাউন্টারে মৃত্যু এবং বিচার বহির্ভূত হত্যার মধ্যে পার্থক্য রয়েছে। তেলেঙ্গানায় যা ঘটেছিল তা বিচার বহির্ভূত হত্যা। একটি এনকাউন্টারের ফল যা পুলিশকর্মীদের জীবনকে বিপন্ন করে এবং চারজন আসামিকে হত্যার দরকার ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’‌

এক বছরে ৫ রাজ্য হারাল বিজেপি, ৭০ শতাংশ থেকে মোদী-রাজ এখন নেমেছে ৩৫-এএক বছরে ৫ রাজ্য হারাল বিজেপি, ৭০ শতাংশ থেকে মোদী-রাজ এখন নেমেছে ৩৫-এ

English summary
Justice Madan Lokur, a former judge of the Supreme Court, says the proviso to the definition of illegal immigrant in the amended citizenship act is unconstitutional if one agrees with the law laid down by the Supreme Court in 1952
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X