For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ উপনির্বাচন : সারা দেশে বিজেপি-ঝড় কতটা দাপট দেখাল, কোথায় রইল কংগ্রেস! একনজরে ভোট পরিসংখ্যান

২০১৯ উপনির্বাচন: সারা দেশে বিজেপি-ঝড় কতটা দাপট দেখাল, কোথায় রইল কংগ্রেস! একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

২১ অক্টোবর সারা দেশের ১৭ টি রাজ্যের ৫১ টি আসনে সংগঠিত হয় বিধানসভা উপনির্বাচন। ২০১৯ লোকসভা নির্বাচনের পর এই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক কৌতূহলের পারদ যেমন তুঙ্গে ছিল, তেমনই শক্তি যাচাইয়ের সুযোগও ছিল এই উপনির্বাচনে। পরিসংখ্যান বলছে, সারা দেশে বিজেপি একক দল হিসাবে জোটের সঙ্গে আসন রফার পর জিতেছে ২০টি আসন। আর বিজেপির জোট সঙ্গীদের ধরলে জয় এসেছে ২৬টি আসনে। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে ১৬টি আসন এককভাবে। একনজরে দেখে নেওয়া যাক গোটা দশের ১৭ টি রাজ্যে কোথায় কীরকম ফল করেছে দেশের রাজনৈতিক দলগুলি।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের ১১ টি আসনে বিজেপির শরিক আপনাদল ১ টিতে, বিজেপি ৭টিতে জয় লাভ করেছে। সকাল থেকে বিএসপি লড়াই চালিয়েও শেষমেশ জালালাবাদ আসনটি হেরে যায়। সমাজবাদী পার্টি যোগী গড়ে জিতে নিয়েছে ৩ টি আসন।

বিহার

বিহার

বিহার উপনির্বাচনে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন ১ টি তে জয় পেয়েছে। নির্দল প্রার্থী পেয়েছে ১ টিতে জয়। লালু প্রসাদের নেতৃত্বাধীন আরজেডি পেয়েছে ২ টিতে জয়। আর নীতীশ কুমারের জেজিইউ পেয়েছে ১টিতে জয়।

অসম

অসম

অসমে এআইইউ ডিএফ পেয়েছে ১ টিতে জয়। বাকি৩ টি আসনে জয় পেয়েছে শাসক দল বিজেপি।

অরুণাচলপ্রদেশ

অরুণাচলপ্রদেশ

উত্তরপূর্বের এই রাজ্যে একটি আসনে উপনির্বাচন হয়। আর সেই একটি আসনেই জয় লাভ করেছেন নির্দল প্রার্থী।

ছত্তিশগড়

ছত্তিশগড়

মাও অধ্যুষিত ছত্তিশগড়ে একটি আসনে ভোট হয়। আর সেখানেই রাজ্যের শাসকদল কংগ্রেস জিতে নেয় আসনটি।

গুজরাত

গুজরাত

মোদী গড় গুজরাতে বিজেপি জিতেছে ৩ টি আসন। ও কংগ্রেস জিতেছে ৩ টি আসন। যদিও একটি আসনে এগিয়ে থেকেও কংগ্রেস সেখানে শেষ পর্যন্ত হার মেনে নেয় বিজেপির কাছে।

হিমাচলপ্রদেশ

হিমাচলপ্রদেশ

বিজেপি হিমাচল প্রদেশে জিতে নিয়েছে ২ টি আসন। এখানে কার্যত বিজেপির স্ট্রাইকরেট একশো শতাংশ।

 কেরল

কেরল

বাম দূর্গ কেরলে দাঁত ফোটাতে পারেনি বিজেপি বা তার শরিকদলগুলি। সেখানে বামজোট ছিনিয়ে নিয়েছে ২ টি আসন। শেষপর্যন্ত কংগ্রেসের জোট পেয়েছে ২ টি আসন। আর একটিতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ জিতে নিয়েছে ভোট যুদ্ধ।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশে একটি আসনের নির্বাচনে ১ টিতেই জিতে নিয়েছে রাজ্য়ের শাসকদল কংগ্রেস। কমলনাথ সরকারের কাছে যা নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

 ওড়িশা

ওড়িশা

নিজের গড় ধরে রেখে ওড়িশায় ১ টি আসনের নির্বাচনে ১ টিতেই জিতে নিয়েছে রাজ্যের শাসকদল বিজু জনতা দল।

পুদুচেরি

পুদুচেরি

পুদুচেরিতে ১ টি আসনে জিতেছে কংগ্রেস। রাহুল জমানায় দাক্ষিণাত্যের এই ট্রেন্ড তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনকেই।

 পাঞ্জাব

পাঞ্জাব

পাঞ্জাবে বিজেপির জোট শরিক শিরোমনি অকালি দল জিতেছে জালালাবাদ কেন্দ্রটি। এছাড়া বাকি ৩ টি কেন্দ্র জিতেছে কংগ্রেস।

রাজস্থান

রাজস্থান

লোকসভা ভোটে বিজেপিকে বিপুল জয় রাজস্থান এনে দিলেও, বিধানসভা উপনির্বাচনে বিজেপির শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি জিতেছে একটি আসন। আর বাকি ১ টি আসন জিতেছে জাতীয় কংগ্রেস।

 সিকিম

সিকিম

সিকিমের উপনির্বাচনে তাক লাগিয়ে বিজেপি ২ টি আসন পকেটে পুড়েছে। যেখানে শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা জিতেছে ১ টি আসন।

তামিলনাড়ু

তামিলনাড়ু

ডিএমকে , এআইডিএমকের লড়াইয়ে তামিলভূমিতে বাজিমাত করেছে এআইডিএমকে। বিজেপির শরিক এআইডিএমকের এই জয় দাক্ষিণাত্যের রাজনীতিতে বেশ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

 তেলাঙ্গানা

তেলাঙ্গানা

তেলাঙ্গানার একটি আসনেই ছিল লড়াই। শেষ পর্যন্ত আসনটিতে তেলাঙ্গানাা রাষ্ট্রীয় সমিতি জিতে নেয় ভোট যুদ্ধ।

অরুণাচল প্রদেশ

অরুণাচল প্রদেশ

উত্তর পূর্বের অরুণাচল প্রদেশে উপনির্বাচনে ১ টি আসনে ভোট হয়। আর সেই ভোটে একটি আসনেই জিতেছে নির্দল প্রার্থী।

উত্তর প্রদেশে উপনির্বাচন! বুয়ার সঙ্গে ব্রেক আপ-এ লাভ হল ভাতিজারউত্তর প্রদেশে উপনির্বাচন! বুয়ার সঙ্গে ব্রেক আপ-এ লাভ হল ভাতিজার

English summary
By Election 2019,BJP's Vote share in 51 assembly by election result on 21 October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X