অমৃতসরে গুলি করে পাকিস্তানের ড্রোন মাটিতে নামালো বিএসএফ, উদ্ধার ১০ কেজির বেশি মাদক
বিএসএফ পাকিস্তানের একটি ড্রোন গুলি করে মাটিতে নামায় এবং সেখান থেকে উদ্ধার হয় ১০.৬ কেজি হেরোইন। সোমবার ভোরে এই ঘটনাটি ঘটে অমৃতসর জেলার ভরোপালের সীমান্ত সংলগ্ন গ্রামে।

বিএসএফ পাঞ্জাবের ফ্রন্টিয়ার টুইট করে জানায়, 'পাক ড্রোনের মাধ্যমে আরও একটি চোরাচালানের চেষ্টা নস্যাৎ করেছে বিএসএফ সেনারা। সতর্ক বিএসএফ সেনাবাহিনী পাকিস্তান থেকে আসা ড্রোনের ওপর গুলি চালিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। সন্দেহজনক নয়টি প্যাকেট হেরোইন (১০.৬৭০ কেজি) বহনকারী ড্রোন উদ্ধার করা হয়েছে।’ বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন যে বিএসএফ সেনারা ড্রোনের গুঞ্জন শুনতে পান এবং সেদিকে গুলি চালান তাঁরা এবং সেটাকে মাটিতে নামিয়ে আনেন। জানা গিয়েছে যে মাদকটি একটি প্লাস্টিকের ব্যাগে লুকনো নয়টি ছোট প্যাকেটে প্যাক করা হয়েছিল।
এই ঘটনার আগে তর্ন তরণ পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে আইডি উদ্ধার হয়। পুলিশ মনে করছে এই আইডি পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, ২৯ এপ্রিল অমৃতসর সেক্টরের কাছে ধানোয়ি কালান গ্রামে বিএসএফ একটি চিনের ড্রোন মাটিতে নামিয়েছিল। অমরনাথ যাত্রার কিছুদিন আগেই জম্মুর সাম্বা জেলায় সন্দেহজনক সুড়ঙ্গের মুখের সন্ধান পায় বিএসএফ।
মন্দিরে হনুমান চালিসা পাঠ করে আজান ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিন্দুত্ববাদী সংগঠনের
গত মাসে পাঞ্জাবের গর্ভনর বনওয়ারি লাল পুরোহিত রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তাবাহিনীদের সঙ্গে আলোচনায় বসেন। গভর্নর ড্রোনের সাহায্যে অস্ত্র, গোলাবারুদ এবং মাদক চোরাচালান রোধে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি সীমান্ত গ্রামের পঞ্চায়েতদের সঙ্গেও বৈঠক করেন এবং স্থানীয়দের বিএসএফকে সমর্থন করতে বলেছিলেন। সম্প্রতি বিএসএফ ভারত–পাকিস্তান সীমান্তে ড্রোনের মাধ্যমে মাদক পাচারের তথ্য দিলে এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে।