For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ কোটি পতাকা নিয়ে শুরু বিজেপির প্রচারাভিযান, লোকসভায় নয়া কৌশল অমিতের

২০১৯-এর লোকসভা নির্বাচন অতি বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসক দল বিজেপির কাছে। তাই এবার প্রচারে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা নির্বাচন অতি বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসক দল বিজেপির কাছে। তাই এবার প্রচারে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি এবার প্রচারের নয়া কৌশল আনছেন। যার একটি মঙ্গলবারই আত্মপ্রকাশ করল। এই প্রচার পদ্ধতির পোশাকি নাম 'মেরা পরিবার ভাজপা পরিবার'।

পাঁচ কোটি বিজেপি পতাকা

পাঁচ কোটি বিজেপি পতাকা

বিজেপির এই ‘মেরা পরিবার ভাজপা পরিবার' প্রচার পদ্ধতির মাধ্যমে দেশে পাঁচ কোটি বিজেপি পতাকা তুলবেন দলের নেতারা। একমাসের মধ্যেই এই মেগা প্রচার পরিকল্পনা শেষ করতে হবে। মঙ্গলবার গুজরাচের আমেদাবাদ থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেন।

অমিতের বাড়িতে পতাকা-প্রতীক

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে তোলা হয় বিজেপির পতাকা। একইসঙ্গে পদ্মের প্রতীকও সাঁটানো হয়। ফলে অমিত শাহের বাড়ি থেকেই এই প্রচার পরিকল্পনার উদ্বোধন হয়ে গেল মঙ্গলবারই।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে

বিজেপি সূত্রে জানানো হয়েছে, প্রচারের কাজ শুরু হয়ে গেল ঠিকই, তবে আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি। ‘মেরা পরিবার ভাজপা পরিবার' এই প্রচার পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন হবে পণ্ডিত দীনদয়াল অডিটোরিয়াম থেকে।

অমিতের ভাষণে দায়িত্ব বণ্টন

বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ, ওইদিন কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। একইসঙ্গে লোকসভা ভোটের প্রচার পরিকল্পনা কোন পথে এগোবে, কার কী দায়িত্ব হবে, তা বুঝিয়ে দেবেন তিনি।

অডিও বার্তা অমিত শাহের

ইতিমধ্যেই দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন অমিত শাহ। তিনি সেই অডিও বার্তায় জানিয়েছেন, মোদী সরকারকে আবার জেতাতে বাড়িতে বিজেপির পতাকা তুলুন। তারপর সেই পতাকার সঙ্গে সেলফি তুলে #মেরাপরিবারভাজপা পরিবার লিখে পোস্ট করুন সোশ্যাল মিডিয়ায়।

English summary
BJP starts campaign for Lok Sabha Election 2019 with 5 crores flag. It is campaign in project of ‘Mera Paribar Bhajpa Paribar’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X