For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে ৬ বিধায়ককে নির্বাচন প্রার্থী করল না বিজেপি

  • |
Google Oneindia Bengali News

rajasthan-assembly-elections
নয়াদিল্লি, ৬ নভেম্বর: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নির্বাচন কমিটি মঙ্গলবার আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য ১৭৬ জন প্রার্থীর নাম ঠিক করল| যদিও এই ১৭৬ জনের মধ্যে নাম নেই দলের ছয় বিধায়কের |

পার্টির সাধারন সম্পাদক অনন্ত কুমার একথা জানিয়ে বলেন যে দুই প্রাক্তন সাংসদকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে দল | কেন্দ্রীয় কমিটির আলোচনায়ে উপস্থিত ছিলেন বিজেপি অধ্যক্ষ রাজনাথ সিংহ, দলের প্রধানমন্ত্রী প্রার্থী এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচন প্রচার কমিটির প্রধান নরেন্দ্র মোদী |

অনন্ত কুমার আরও জানান যে ১৭৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন যুবক, ২০ জন মহিলা, ৩০ জন তফশিলি জাতি এবং ২৪ জন তফশিলি উপজাতি সম্প্রদায়ের | "বিজেপি দু'জন তফশিলি উপজাতি প্রার্থী কে সাধারন আসন থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে," বলেন কুমার|

বসুন্ধরা রাজে ঝালরাপাতানকেন্দ্র থেকে লড়বেন বলে জানা গিয়েছে |

রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রার্থী বসুন্ধরা রাজে ঝালরাপাতান এবং বর্তমান বিধানসভার বিরোধী নেতা গুলাব চাঁদ কাটারিয়া উদয়পুর কেন্দ্র থেকে লড়বেন বলে জানা গিয়েছে | বর্ষীয়ান বিজেপি নেতা কিরণ মহেশ্বরী রহসামান্দ কেন্দ্র থেকে দাঁড়াবেন |

অন্যদিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মঙ্গলবার রাজ্যের শেহর জেলার বুধনি কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেন |

মধ্যপ্রদেশে ও রাজস্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ নভেম্বর এবং ১ ডিসেম্বর |

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X