For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মমতা তাড়কা রাক্ষসীর মতো'! মুখ্যমন্ত্রীকে নিশানায় রেখে কী দাবি করলেন বিজেপি মন্ত্রী

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভামঞ্চ নিয়ে বিবাদ ছিলই। তারপর তাঁর হেলিকপ্টার অবতরণ নিয়েও বিজেপি -তৃণমূল দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভামঞ্চ নিয়ে বিবাদ ছিলই। তারপর তাঁর হেলিকপ্টার অবতরণ নিয়েও বিজেপি -তৃণমূল দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর যোগী আদিত্যনাথের সভা ও সেখানে তাঁর হেলিকপ্টার অবতরণ নিয়ে রীতিমত তাপ উত্তাপের পারদ চড়তে থাকে রাজ্য রাজনীতি থেকে জাতীয় স্তরে। এই ঘটনাক্রমেই পরেই সিবিআইকাণ্ড নিয়েসরগরম হয়ে যায় দেশের রাজনীতি। আর গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়য়ের দিকে তোপ দেগেছেন হরিয়ানার বিজেপি মন্ত্রী অনিল ভিজ।

মমতা তাড়কা রাক্ষসীর মত! মুখ্যমন্ত্রীকে নিশানায় রেখে কী দাবি করলেন বিজেপি মন্ত্রী

অনিল ভিজ এদিন তাড়কা রাক্ষসীর সঙ্গে তুলনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। তিনি বলেন,'ছোটবেলায় যখন রামলীলা দেখতে যেতাম তখন তাতে একটা দৃশ্য দেখতাম, যে ঋষি মুণিরা যখন যজ্ঞ করতেন তখন তাড়কা রাক্ষসী তাতে ঝামেলা করত। ঠিক সেইরকম কাজই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' অনিল ভিজের দাবি, ' যোগী আদিত্যনাথের সভা হোক বা অমিত শাহের সভা , সবসময়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাধাদেন। কখনও তিনি হেলিকপ্টার আটকে দেন, .. এইজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাড়কা রাক্ষসী!'

[আরও পড়ুন: 'প্রমাণ পেলে এমন ব্যবস্থা নেওয়া হবে যে পুলিশ কমিশনার কে অনুতপ্ত হতে হবে', সিবিআইকাণ্ডে সুপ্রিমকোর্ট][আরও পড়ুন: 'প্রমাণ পেলে এমন ব্যবস্থা নেওয়া হবে যে পুলিশ কমিশনার কে অনুতপ্ত হতে হবে', সিবিআইকাণ্ডে সুপ্রিমকোর্ট]

উল্লেখ্য, রবিবার রাজ্যে আসার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা যোগী আদিত্যনাথের। তবে শেষ মুহূর্তে আদিত্যনাথের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। আর তারপর ক্ষোভে ফুঁসতে থাকে বিজেপি। এরপর পশ্চিমবঙ্গের সভায় ফোনে বক্তৃতা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগা আদিত্যনাথ।

[আরও পড়ুন:মমতার ধরনা মঞ্চে সকাল হতেই হাজির রাজীব কুমার, কী ঘটছে সেখানে! তৃণমূলের বিক্ষোভ রাজ্যজুড়ে][আরও পড়ুন:মমতার ধরনা মঞ্চে সকাল হতেই হাজির রাজীব কুমার, কী ঘটছে সেখানে! তৃণমূলের বিক্ষোভ রাজ্যজুড়ে]

[আরও পড়ুন: 'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক', 'টিএমছিঃ' তকমায় মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাবুল ][আরও পড়ুন: 'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক', 'টিএমছিঃ' তকমায় মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাবুল ]

English summary
BJP Minister Anil Vij compares Mamata Banerjee With Taraka rakshashi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X