For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Himachal Pradesh: নিজের গড়েই একেবারে ল্যাজেগোবরে নাড্ডা! কেন জানেন?

'RRR' in Himachal Pradesh: নিজের গড়েই ‘Riwaz, Raj and Rebels’-এর দাম মেটাতে হচ্ছে নাড্ডাকে

  • |
Google Oneindia Bengali News

গুজরাত বিধানসভা নির্বাচনে জয় পেলেও পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। হিমাচল প্রদেশ বিজেপির কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। কারণ একদিকে বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডার নিজের রাজ্য অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের গড় হিসাবেও পরিচিত এই রাজ্য। আর এই হিমাচল প্রদেশেই রাজ নয়, রিওয়াজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন বিজেপি নেতারা। বিজেপি নেতারা ভেবেছিলেন, এবার হয়তো পাঁচ বছর অন্তর সরকার বদলানোর প্রথা থেকে বেরিয়ে আসবেন হিমাচলের মানুষ। আর সেই মতোই ঘুঁটি সাজাতে শুরু করেছিলেন। আর সেই মতো বুধবার রাতেই পাহাড়ি রাজ্যে বিজেপির এক নেতাকে তড়িঘড়ি পাঠানো হয়। কিন্ত কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পাড় করতেই খেলা ঘুরে যায়। সমস্ত আশা ছেড়ে দেয় বিজেপি।

শীর্ষ নেতাদের মধ্যে কন্দোল

শীর্ষ নেতাদের মধ্যে কন্দোল

সুত্র বলছে, এমন ধাক্কার কারণ বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে কন্দোল। গত কয়েকমাস আগে হঠাত করেই উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। সেই সময়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে বদলের ভাবনা ছিল। কিন্ত্য সে রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব বড় বদলে সবুজ সঙ্কেত দেয়নি। ফলে মুখ্যমন্ত্রী পদে বদল ঘটেনি। কিন্ত্য গত নির্বাচনে একই ভাবে সরকারে থাকা মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয়মন্ত্রীদের সরিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। তা সে উত্তরাখন্ড হোক কিংবা গুজরাত। কোথাও দলে পরিবর্তন তো কোথাও সরকারের পরিবর্তন এনে সফল বিজেপি। আবার এমন রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী না বদল করে হেরে গিয়েছে। যার মধ্যে দিল্লি, ঝাড়খন্ড এবং সম্প্রতি হিমাচল প্রদেশ রয়েছে।

হারানোর যন্ত্রণা ভোগ করছেন বিজেপি শীর্ষ নেতৃত্বও

হারানোর যন্ত্রণা ভোগ করছেন বিজেপি শীর্ষ নেতৃত্বও

বলে রাখা প্রয়োজন, পাহাড়ী রাজ্য এভাবে হারানোর যন্ত্রণা ভোগ করছেন বিজেপি শীর্ষ নেতৃত্বও। এক শীর্ষ বিজেপি নেতা জানিয়েছেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছিল। ঠিক মতো প্রার্থী বাছাই সম্ভব হয়নি বলেও মত ওই শীর্ষ নেতার। এজন্যে বিদ্রোহী নেতাদের অনেকাংশেই দায়ি করছে বিজেপির ওই নেতা। তাঁর মতে, টিকিট দেওয়ার ক্ষেত্রে আরেকটু সতর্কতা নিলে বিজেপি এবার হিমাচল জিততে পারত বলেও মনে করছেন শীর্ষ নেতারা। এমন ১৩ টি আসন সে রাজ্যে রয়েছে যেখানে সত্যিকালে প্রার্থীদের দাঁড় করালে বিজেপির সহজেই হিমাচলে জয় পেত বলেও মনে জরা হচ্ছে।

কার্যত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াল

কার্যত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াল

হিমাচল প্রদেশে বিজেপির হার আগামী ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে কার্যত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াল। মনে করছেন রাজনৈতিক কারবারিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী লোকসভা নির্বাচন এবার রেকর্ড আসনে জিততে মরিয়া। ফলে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে পিছিয়ে বিজেপি সেখানে কেন পিছিয়ে সেই সংক্রান্ত সমীক্ষা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে হিমাচল প্রদেশের মতো রাজ্য হাতছাড়া আগামী নির্বাচনে চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

নগন্য হার বলছেন মোদী

নগন্য হার বলছেন মোদী

যদিও প্রধানমন্ত্রীর মতে, মাত্র ১ শতাংশ ভোটের ব্যবধানে কংগ্রেসের কাছে হেরেছে সে রাজ্যে বিজেপি। যা খুবই নগন্য। কাজেই হিমাচল প্রদেশের মানুষের কাছে বিজেপি এখনও গ্রহণযোগ্য সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Anubrata Mondal:বিহার-ঝাড়খণ্ডে ছড়িয়ে সম্পত্তি, ফের ১৪ দিনের জেল হেফাজতে কেষ্টAnubrata Mondal:বিহার-ঝাড়খণ্ডে ছড়িয়ে সম্পত্তি, ফের ১৪ দিনের জেল হেফাজতে কেষ্ট

English summary
BJP lost Himachal Pradesh, Nadda giving price of RRR- Riwaz, Raj and Rebels
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X