For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী আনতে পারেননি 'আচ্ছে দিন', প্রমাণ দিলেন বিজেপি নেত্রীই, দেখুন সেই ভিডিও

বিজেপির আমলে আসেনি ‘আচ্ছে দিন’। মোদীর স্লোগানের সমালোচনা করে তোপ দাগলেন খোদ বিজেপিরই নেত্রী। তাঁর পরামর্শ, মোদী সরকার যেন বুলেট ট্রেনের কথা স্বপ্নেও না ভাবে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির আমলে আসেনি 'আচ্ছে দিন'। মোদীর স্লোগানের সমালোচনা করে তোপ দাগলেন খোদ বিজেপিরই নেত্রী। তাঁর পরামর্শ, মোদী সরকার যেন বুলেট ট্রেনের কথা স্বপ্নেও না ভাবে। বিজেপি নেত্রী লক্ষ্মীকান্তা চাওলা সরেজমিনে খতিয়ে দেখেই পরামর্শ দেন মোদী সরকারকে। সরযূ-যমুনা এক্সপ্রেসে যাত্রা করে রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে মোক্ষম বার্তা দিলেন তিনি।

মোদী আনতে পারেননি আচ্ছে দিন

সরযূ-যমুনা এক্সপ্রেস অমৃতসর থেকে অযোধ্যা যাত্রা করেছিলেন পঞ্জাবের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীকান্তা চাওলা। মোদী সরকার যখন দেশে বুলেট ট্রেন চালু করার কথা ভাবছেন, তখন ট্রেন যাত্রার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, নরেন্দ্র মোদীজি ও পীযুষ গোয়ালজি বরং বুলেট ট্রেনের ভাবনা মাথা থেকে সরিয়ে বর্তমান পরিষেবা সঠিকভাবে দেওয়ার চিন্তা করুন।

তিনি সরাসরি বলেন, বিজেপি এই পাঁচ বছরে আচ্ছে দিন আনতে পারেনি। অন্তত রেল পরিষেবা তেমনই সংকেত দিচ্ছে। তা না হলে ট্রেন অযোধ্যা পৌঁছতে কেন ন-ঘণ্টা দেরি করবে। কেনই বা গন্তব্যে ট্রেন পৌঁছবে ১৪ ঘণ্টা দেরিতে। তিনি একটি ভিডিও করেছেন এসলি থ্রি-টায়ার কোচে। তিনি বলেন, শুধু ট্রেনে দেরিই নয়, জল নেই, খাবার নেই, টয়লেটের পরিকাঠামো নেই।

তিনি বলেন, ট্রেন কেন বিলম্বিত চলছে, তা জানতে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু কারও কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। পরে, তিনি জানতে পেরেছিলেন যে ট্রেনটি কিছুটা কারণে বিলম্বিত চলছে। প্রায় তিন ঘন্টা দেরির ট্রেন বাড়তে বাড়তে ১৪ ঘণ্টা হয়ে যায়। প্রচলিত হেল্পলাইন নম্বর ব্যবহার করে তিনি রেল কর্তৃপক্ষের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি রেলমন্ত্রীর আইডিতে মেল করেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তিনি আরও অভিযোগ করেন, টিকিটহীন যাত্রীদের আসন বিক্রি করে দেওয়া হয়। রেলওয়ে কর্মচারীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। রিজার্ভেশন ছাড়াই দুই যাত্রীর আসন বিক্রি করা ধরাও পড়ে তাঁর চোখে। যাত্রীরা তাঁর কাছে এই অভিযোগ করেছিলেন। পরে তিনি সেই প্রমাণও পান। পরে আমি রেল কর্তৃপক্ষেরে দৃষ্টিগোচর করি। তাঁরা জানান, এই ধরনের দুর্নীতি রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, তাঁদের সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল।

English summary
BJP leader proofs Narendra Modi can’t bring Achchhe Din in India. She records video and gives advice to Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X