For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও পোস্ট করে মুম্বইতে মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননা করার অভিযোগ বিজেপির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর ঘিরে বিতর্ক। বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ। আর এই অভিযোগে সরব বিজেপি। রাজ্য বিজেপি নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতারাও এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর ঘিরে বিতর্ক। বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ। আর এই অভিযোগে সরব বিজেপি। রাজ্য বিজেপি নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতারাও এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

জাতীয় সঙ্গীতের অবমাননা করার অভিযোগ বিজেপির

শুধু তাই নয়, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হবে না। তা নিয়েও প্রশ্ন এক মহারাষ্ট্রের এক বিজেপি নেতার। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুদিনের সফরে মুম্বই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার সে রাজ্যের সুশীল সমাজের মুখোমুখি হন তিনি। জাভেদ আখতার, মেধা পাটেকার, মহেশ ভাট সহ সমাজের একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছিলেন রিতা চড্ডা, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরাও। কেন বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করা হবে না সে বিষয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী।

একাধিক ইস্যুকে তুলে ধরে বিজেপিকে লাগাতার আক্রমন করে। শুহদু তাই নয়, আগামিদিনে মোদী বিরোধী জটের জন্যে সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। কিন্তু সমস্যা হয় অনুষ্ঠানের শেষে।

বিজেপির তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই অনুষ্ঠানের একটি অংশ পোস্ট করা হয়েছে একাধিক সোশ্যাল মিডিয়াতে। কি সেই ভিডিও? বিজেপির তরফে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় সঙ্গীত গাইতে। আর তা কিছুটা বসেই গাইতে দেখা যাচ্ছে। যদিও কিছু সেকেন্ডের মধ্যেই উঠে দাড়ান মমতা।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। মাত্র চার লাইন গেয়েই গাওয়া বন্ধ করে দেন তিনি। আর এখানেই বিতর্ক। যদিও বিজেপির তরফে দেওয়া ভিডিওটির সত্যতা ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করেনি। বিজেপির অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা।

কেন্দ্রীয় নেতা অমিত মালব্য থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওই ভিডিওটি শেয়ার করেছেন। সুকান্ত মজুমদার লিখেছেন, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি কি জাতীয় সঙ্গীত গাওয়ার যথাযথ নিয়ম জানেন না, নাকি তিনি জ্ঞাতসারেই এই অবমাননা করেছেন।

শুধু তাই নয়, বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করা হয়েছে। আর তা পোস্ট করে রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে। বিজেপির বেঙ্গলের ফেসবুকে লেখা হয়েছে, ''দেশের সামনে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি,জাতীয় সঙ্গীত এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননা করেছেন''।

অন্যদিকে এই ঘটনার পরেই জাতীয় সঙ্গীত অবমাননার জন্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়েছেন। মহিত কাম্বোজ ভারতীয় বলে ওই বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর বিতর্কিত ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন। পাশাপাশি লিখেছনে, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এবং অনুষ্ঠানের আয়োজককে বিরুদ্ধে লিখিত অভিযোগের দাবি জানিয়েছেন ওই বিজেপি নেতা।

বিতর্কিত ওই ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তৃণমূলের তরফেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চেষ্টা করা হয় সংস্থার তরফে।

English summary
BJP accused Mamata Banerjee for not singing whole national anthem
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X