For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশের মন্ত্রিসভার সম্প্রচারণ, তেজপ্রতাপ সহ ৫ বিধায়কের শপথ রাজভবনে

নীতীশের মন্ত্রিসভার সম্প্রচারণ, তেজপ্রতাপ সহ ৫ বিধায়কের শপথ রাজভবনে

Google Oneindia Bengali News

নীতীশ কুমার-মহাজোট সরকারের ৫ নতুন মন্ত্রী শপথ নিলেন আজ। আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদব সহ ৪ বিধায়ক নীতীশের মন্ত্রিসভায় সামিল হলেন। বিহারের পাটনায় রাজভবনে তেজ প্রতাপ সহ ৪ বিধায়ক শপথ নিলেন। তবে তাঁরা কী দফতর পাবেন তা এখনো স্পষ্ট হয়নি। দফতর বণ্টন পরে করা হবে বলে জানা গিয়েছে।

৫ বিধায়কের শপথ

৫ বিধায়কের শপথ

বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ প্রক্রিয়া শুকরু হয়ে গেল। নীতীশ কুমার মহাজোট সরকারের নতুন আরো ৫ জন মন্ত্রী শপথ নিলেন আজ। পাটনায় রাজভবনে শপথ নিলেন তেজ প্রতাব যাদব সহ ৫ বিধায়ক। সম্প্রতি মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে সরকার গঠন করেছেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হয়েছেন তেজস্বী যাদব। মঙ্গলবার পাটনায় যে পাঁচ বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সেই তালিকায় তেজ প্রতাপ যাদব ছাড়াও রয়েছেন জেডিইউর বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র যাদব। আরজেডির তেজপ্রতাপ যাদূব, অলোক মেহেতা এবং কংগ্রেসের আফাক আলম।

মন্ত্রিসভার সম্প্রসারণ

মন্ত্রিসভার সম্প্রসারণ

বিহারে নতুন জোট সরকারের মন্ত্রীসভার সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চার দফায় শপথ নিয়েছেন মন্ত্রীরা। এর আগে দ্বিতীয় দফায় শপথ নিয়েছেন ৬ মন্ত্রিসভার মন্ত্রী। শ্রবণ কুমার, অশোক চৌধুরী, লেশি সিং। এরা সকলেই জেডিইউর। আরজেডির যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেন, সুরেন্দ্র প্রসাদ যাদব এবং রামানন্দ যাদব। এছাড়ায় সঞ্জয় ঝাঁ এবং মদন সাহানি জেডিইউ এই দুই বিধায়কও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তার পরের দফায় আবার শপথ নিয়েছেন, আরজেডির কুমার সরবজিৎ এবং ললিত যাদব। আর হ্যামের সন্তোষ কুমার সুমনও শপথ িনয়েছেন মন্ত্রিসভার সদস্য হিসেবে। ৩৬ জন মন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভার গঠন করবেন তিনি।

২৪ অগাস্ট আস্থা ভোট

২৪ অগাস্ট আস্থা ভোট

বিজেপির সঙ্গে জোট ভেঙে দিয়ে মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছেন নীতীশ কুমার। হঠাৎ করে নীতীশের এই পদক্ষেপে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। আরজেডি, কংগ্রেস এবং বামেদের সঙ্গে হাত মিলিয়ে নতুন মন্ত্রিসভা তৈরি করছেন তিনি। ২৪ অগাস্ট অবশ্য আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে নীতীশ কুমারকে। বিহার বিধানসভায় বিজেপির রয়েছে ৭৭টি আসন। জেডিইউ-র হাতে রয়েছে ৪৫টি আসন। মহাজোটের দলগুলির মধ্যে জিতেন রাম মাঝি হ্যামের রয়েছে ১টি আর জেডি ৭৯, কংগ্রেসের ১৯, সিপিএম এলের ১২, সিপিআইয়ের ৪ আর এআইএমআইএমের রয়েছে ১টি আসন। সরকার গড়ার মত সংখ্যা গরিষ্ঠতা নীতীশ পেয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে।

বিজেপিতে বড় ধাক্কা

বিজেপিতে বড় ধাক্কা

মহারাষ্ট্রের আদলে বিহারে সরকার ভাঙার প্রচেষ্টা চালিয়েছিল বিজেপি। জেডিইউকে দুর্বল করে নিজেদের আধিপত্ত বিস্তার করতে চাইছিল। সেটা আঁচ করতে পেরেই বিজেপির পাশা উল্টে দেন নীতীশ কুমার। রাতারাতি সিদ্ধান্ত বদল যাকে বলে। তিন দিনের মধ্যে বিজেপ সঙ্গে জোট ভেঙে। মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে শপথ নেন নীতীশ কুমার। এই যাত্রায় তিনি ডেপুটি করেছেন আরজেডি নেতা তেজস্বীকে।

'ফার্স্ট স্ট্রোকে পার্থ, সেকেন্ড স্ট্রোকে কেষ্ট, থার্ড স্ট্রোকে তৃণমূল কোমায় যাবে', খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ 'ফার্স্ট স্ট্রোকে পার্থ, সেকেন্ড স্ট্রোকে কেষ্ট, থার্ড স্ট্রোকে তৃণমূল কোমায় যাবে', খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ

English summary
5 MLAs takes oath as Minister of new Nitish Kumar Mahagathbandhan Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X