For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোলের খরচ বাঁচিয়ে স্কুটার কেনার প্ল্যান করছেন? রইল এই মুহূর্তের সেরা পাঁচটি Electric Scooter-এর তথ্য

হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। ইতিমধ্যে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে দাম। এই অবস্থায় অনেকেই ইলেকট্রিক চালিত গাড়ি-বাইকের দিকে ঝুকতে শুরু করেছে। আর এই অবস্থায় ভারতে একটা বিশাল ইলেকট্রিক গাড়ি-বাইকের বাজার তৈরি হচ্ছে। আর সেদিকে তা

  • |
Google Oneindia Bengali News

হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। ইতিমধ্যে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে দাম। এই অবস্থায় অনেকেই ইলেকট্রিক চালিত গাড়ি-বাইকের দিকে ঝুকতে শুরু করেছে। আর এই অবস্থায় ভারতে একটা বিশাল ইলেকট্রিক গাড়ি-বাইকের বাজার তৈরি হচ্ছে। আর সেদিকে তাকিয়ে বহু সংস্থা তাঁদের ইলেকট্রিক স্কুটার-বাইক লঞ্চ করছে।

তবে সদ্য ওলা তাঁদের সবথেকে স্টাইলিস ই-স্কুটার (ola e scooter) প্রকাশ্যে নিয়ে এসেছে। শুধু ওলা নয়, একাধিক সংস্থা দেশের ইলেকট্রিকে চলে এমন স্কুটার তৈরি করছে।

যেগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য বাজাজ চেতক, প্যান্থার 450X और টিভিএসের iQube -এর মতো স্কুটার রয়েছে। ভারতের বাইকপ্রেমীদের কাছে এই সমস্ত সগস্থার তৈরি স্কুটারগুলি বেশ জনপ্রিয় হয়েছে। এই প্রতিবেদনে রইল স্কুটারগুলির ফিচার এবং অন্যান্য যাবতীয় তথ্য

ওলা ইলেকট্রিক স্কুটার

ওলা ইলেকট্রিক স্কুটার

ওলা ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ola e scooter কে নিয়ে গোটা দেশেই বাইকপ্রেমীদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছিল। এর দাম কত? কেমনই দেখতে এটি? ব্যাপক ভাবে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আর সেই মতো গত ১৫ অগস্ট ওলা তাঁদের সংস্থার তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটারের সমস্ত তথ্য সামনে নিয়ে এসেছে।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, OLA e-scooter এর S1 ভ্যারিয়েণ্টের দাম ৯৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। S1 Pro এর দাম 1,29,999 টাকা রাখা হয়েছে। বলে রাখা প্রয়োজন দুটি স্কুটারের দাম এক্স-শোরুম প্রাইশ। পুরো টাকা দিয়ে কিংবা EMI-এর মাধ্যমেও এই স্কুটার কেনা যাবে।

আর এজন্যে সংস্থার তরফে বেশ কিছু অপশন রাখা হয়েছে। যেখানে খুব সহজে EMI-এর মাধ্যমে মাসে মাসে টাকা দিয়ে এই স্কুটার কিনতে পারবেন। সংস্থার ওয়েবসাইটে সমস্ত ব্যাঙ্কের তালিকা দেওয়া হয়েছে। সেখান থেকে বেছে নিয়ে এই আবেদন করা যাবে।

এই সংস্থার তৈরি স্কুটারেরও দিকেও নজর রয়েছে

এই সংস্থার তৈরি স্কুটারেরও দিকেও নজর রয়েছে

ওলা'র পাশাপাশি বেঙ্গালুরুর আরও একটি ইলেকট্রিক স্কুটার তৈরি সংস্থা হল ইবি। এই সংস্থার তৈরি স্কুটারের বেশ জনপ্রিয়তা রয়েছে। এই সংস্থার তৈরি ইলেকট্রিক স্কুটারের দাম পড়ছে 1.10 লাখ টাকা (এক্স-শোরুম দিল্লি)।

এই সংস্থার তৈরি ইলেকট্রিক স্কুটার ওলার তৈরি ইলেকট্রিক স্কুটারের বেশ ট্রিম ( base trim) এর দামের থেকে একটু বেশি। সংস্থার তরফে জানানো হয়েছে যে মাত্র 1,947 টাকা টোকেন রাশি দিয়ে এই স্কুটার বুকিং করা যাবে।

বাজাজ চেতক

বাজাজ চেতক

দেশের অন্যতম বড় বাইক-স্কুটার প্রস্তুতকারী সংস্থা হল বাজাজ। বাজাজ চেতক এই সমস্ত স্কুটারগুলির তুলনায় অনেকটাই দামি। বাজাজ তাঁদের এক ইলেকট্রিক স্কুটারের দাম রেখেছে 1,25,817 (এক্স-শোরুম) টাকা। যদি এর অনেকগুলি ভেরিয়েন্ট আছে। ছয়টি রঙে পাওয়া যায় এটি। এই স্কুটারের টপ ভ্যারিয়েন্টের দাম 1,27,916 টাকা থেকে শুরু হচ্ছে। তবে এই মুহূর্তে বাজাজ চেতক দিল্লিতে পাওয়া যাচ্ছে না।

টিভিএসের নয়া স্কুটার icube

টিভিএসের নয়া স্কুটার icube

টিভিএস দেশের আরও এক বড় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা। ইলেকট্রিক স্কুটার তৈরির ক্ষেত্রে এই সংস্থাও যথেষ্ট এগিয়ে। টিভিএস মোটর কোম্পানির নয়া ইলেকট্রিক স্কুটার icube। নয়া এই স্কুটারের দাম শুরু হচ্ছে 100,777 টাকা। সংস্থার আশা এই স্কুটারের মাইলেজ এবং লুক নজর কাড়বে।

Ather Energy K450

Ather Energy K450

Ather Energy K450 প্লাস এবং 450X ইলেকট্রিক স্কুটারে র দাম শুরু হচ্ছে যথাক্রমে1.13 লাখ এবং 1.32 লাখ টাকা থেকে। তবে এটি এক্স শোরুম দাম দিল্লির অনুসারে

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Best 5 Electric scooter: know the features, price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X