For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় আজ মধ্যস্থতাকারীরা! 'সুপ্রিম' নির্দেশের পর চরম তৎপরতা যোগীরাজ্য জুড়ে

দেশের শীর্ষ আদালত আগেই জানিয়েছিল অযোধ্যা ইস্যুতে একটি মধ্যস্থতাকারী প্যানেল গড়ে তোলা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের শীর্ষ আদালত আগেই জানিয়েছিল অযোধ্যা ইস্যুতে একটি মধ্যস্থতাকারী প্যানেল গড়ে তোলা হচ্ছে। সেই প্যানেলে তিন সদস্যের নামও জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে যোগী রাজ্যে আজ মধ্যস্থতাকারীরা।

অযোধ্যায় আজ মধ্যস্থতাকারীরা! সুপ্রিম নির্দেশের পর চরম তৎপরতা যোগীরাজ্য জুড়ে

এদিন বিশেষ বিমানে মধ্যস্থতাকারীরা অযোধ্যা পৌঁছানোর কথা। গোটা ঘটনা ঘিরে চরম তৎপরতায় বিজেপি শাসিত যোগী রাজ্য। সেখানের অবধ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে কার্যত সেক্রেটারিয়েট গঠন করে ফেলা হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়েই নিরাপত্তা আরও আঁটোসাটো করে ফেলেছে।

এর আগে গত ৮ মার্চ চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধিন ৫ জন বিচারপতির একটি বেঞ্চ অযোধ্যা ইস্যু নিয়ে একটি রায় দেয়। সেখানে জানানো হয়, মধ্যস্থতার গোটা প্রক্রিয়া ক্যামেরাবন্দি হবে, তবে তা কোনওভাহবেই যেন মিডিয়ার হাতে না যায়। গোটা প্রক্রিয়ার গোপনীয়তা বজায় রাখতে হবে। সেই পর্বেরই সূত্রপাত এদিন।

English summary
Ayodhya issue, Supreme Court Appointed Mediators to Reach by Special Flight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X