
অসমে গ্যাসের কুয়োয় আগুন নেভাতে গিয়ে মৃত ২! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে আরও ৭ দিন
অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন। ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী।

এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন
অসমের পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে৷' অয়েল ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগবে৷

প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান
মঙ্গলবার পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে৷ জানা গিয়েছে, শেষ ১৩ দিন ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল৷ সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি৷

আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ধোঁয়া
এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভাতে পারেননি ওএনজিসি বিশেষজ্ঞরা ৷ ইতিমধ্যেই ওএনজিসি-র দুইজন কর্মী এই দুর্ঘটনায় আহত হয়েছেন৷ তাঁদের ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অন্যদিকে খনির থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া ও সেই সঙ্গে গ্যাস৷ যা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে৷

প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর নির্দেশ
জানা গিয়েছে, তিনসুকিয়ার বাগজানে খনিতে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ তিনি দুর্ঘটনাটির বিষয়ে জানিয়েছেন৷ সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি আবেদন জানিয়েছেন৷
Recommended Video

বালাকোট অভিযানের স্মৃতি উস্কে দিয়ে যুদ্ধবিমানের গর্জন পাক আকাশসীমায়! আতঙ্কে ঘুম ভাঙল করাচির