For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফরিদাবাদ রোড শো-এ কালো পতাকা দেখানো হল কেজরিওয়ালকে

Google Oneindia Bengali News

ফরিদাবাদ রোড শো-এ কালো পতাকা দেখানো হল কেজরিওয়ালকে
ফরিদাবাদ, ২২ মার্চ : হরিয়ানায় দু'দিনের রোড শো করার কথা ছিল আম আধমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু প্রথম দিনের ধাক্কা খেল তাঁর রোড শো পরিকল্পনা। শনিবার সকালে কেজরিওয়াল রোড শো চালু করতেই কিছু স্থানীয় মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও তাতে থামানো যায়নি কেজরিওয়ালকে।

আম আদমি পার্টি ফরিদাবাদ থেকে প্রার্থী করেছে পুরুষোত্তম ডাগরকে। এদিন পুরোষত্তমবাবুকে সঙ্গে নিয়েই ৩৭ সেক্টর মার্কেট এলাকা থেকে রোড শো শুরু করেন কেজরিওয়াল।

আপের অন্যান্য নেতা-কর্মী ও সমর্কদের নিয়ে কেজরিওয়াল ফরিদাবাদে পৌছতেই কিছু স্থানীয় বাসিন্দা, যাদের দাবি, তারা নিরপেক্ষ অর্থাৎ কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করেন কালো পতাকা দেখিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে হরিয়ানায় কংগ্রেস-বিজেপিকে তুলোধনা করলেন কেজরিওয়াল

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক আপ সমর্থকের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে কালে পতাকা দেখানো হচ্ছে, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এটা নতুন কিছু নয়। সবসময় বিরোধি পক্ষই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। অরবিন্দ কেজরিওয়ালই।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন যে রোড শো-টি করেন তা ফরিদাবাদ ও গুরগাঁও-এর বিভিন্ন অংশ হয়ে যায়। ফরিদাবাদের চান্ডওয়ালি,দয়ালপুর,চায়েনসা, মোহনা,আলাওয়ালপুর হয়ে এই রোড শো নুহ-তে রাতে পৌছবে।

এই রোড শো-টি গুরগাঁও-এ পৌছনোর পর সেখান থেকে আপ নেতা যোগেন্দ্র যাদব লোকসভা নির্বাচনে লড়বেন। আপ সূত্রের খবর রবিবার দুপুর নাগাদ গুরগাঁওতে গিয়ে পৌছবে এই রোড শো।

এদিন হরিয়ানায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেস ও বিজেপিকে তুলোধনা করেন কেজরিওয়াল। যদি বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও দল ক্ষমতায় আসে তাহলে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি অবধারিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ১ এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়ার ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি দেওয়া কখনওই উচিত না।

English summary
Arvind Kejriwal shown black flags during Faridabad roadshow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X