For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৮০ ফুট নিচ থেকে উঠে এল দ্বিতীয় দেহ, মেঘালয়ে খনিতে জোরকদমে চলছে উদ্ধারকাজ

দু'দিনের মাথায় মেঘালয়ের খনি থেকে উঠে এল তলিয়ে যাওয়া শ্রমিকদের আরও একটি দেহ।

  • |
Google Oneindia Bengali News

দু'দিনের মাথায় মেঘালয়ের খনি থেকে উঠে এল তলিয়ে যাওয়া শ্রমিকদের আরও একটি দেহ। ৩৭০ ফুট গভীর খনি থেকে আর একটি দেহ উদ্ধার হয়েছে। পূর্ব জয়ন্তিয়া জেলার পাহাড়ের অবৈধ খনিতে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে। ১৫ জন শ্রমিক ভিতরে তলিয়ে যান।

২৮০ ফুট নিচ থেকে উঠে এল দ্বিতীয় দেহ, মেঘালয়ে খনিতে জোরকদমে চলছে উদ্ধারকাজ

এত গভীর খনির ২৮০ ফুট নিচ থেকে দ্বিতীয় দেহটি উদ্ধার হয়েছে। তবে দেহের শনাক্তকরণ এখনও বাকী রয়েছে।

গত বৃহস্পতিবার ৪২ দিনের চেষ্টার পরে একজন শ্রমিকে দেহের অবশিষ্ট অংশ তুলে আনতে পেরেছিল উদ্ধারকারী দল। ভিতরে তখনও পচে-গলে পড়ে ছিল বাকী ১৪ জনের দেহ। সেগুলি তুলে আনার প্রক্রিয়া শুরু করে উদ্ধারকারী দল। এদিন আরও এক দেহ উদ্ধার হয়েছে।

গত ১৩ ডিসেম্বর সেখানে কাজ করতে যান এই শ্রমিকরা। তার মধ্যে আচমকা দেওয়াল ভেদ করে পাশের নদীর জল এসে গেলে কয়েকজন উঠে আসতে পারলেও ১৫ সেখানে আটকে যান। এবং সম্ভবত সকলেই মারা যান। এতজন শ্রমিক খনিতে তলিয়ে যাওয়ার পরে ৩২ দিন পর একজনের দেহ দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। তারও কয়েকদিন পরে প্রথম দেহ উদ্ধার হয়।

English summary
Anothor miner's body recovered from flooded coal mine in Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X