For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়েকে সমর্থনের সিদ্ধান্ত, ওয়াইএসআর কংগ্রেস ছাড়লেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির মা

মেয়েকে সমর্থনের সিদ্ধান্ত, ওয়াইএসআর কংগ্রেস ছাড়লেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির মা

Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির মা ওয়াইএস বিজয়াম্মা ওয়াইএসআর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। মেয়ে শর্মিলার পাশে দাঁড়াতে ওয়াইএসআর তেলেঙ্গানায় যোগ দেবেন বলে বিজয়াম্মা জানিয়েছেন। পদত্যাগের সময় তিনি জানান, সব সময় জগন্মোহন রেড্ডির কাছাকাছি থাকবেন। তিনি বলেন, 'একজন মা হিসেবে আমি সব সময় জগন্মোহনের পাশে রয়েছি। কিন্তু এই মুহূর্তে মেয়েকে সমর্থন করা প্রয়োজন।'

মেয়েকে সমর্থনের সিদ্ধান্ত, ওয়াইএসআর কংগ্রেস ছাড়লেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির মা

ওয়াইএসআর কংগ্রেসের সম্মানিক সভাপতির পদ থেকে শুক্রহার ইস্তফা দেন ওয়াইএস বিজয়াম্মা। এরপরেই তিনি দলের নেতা কর্মীদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন। সেখানেই তিনি বলেন, 'প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানায় শর্মিলা তার বাবার আদর্শকে এগিয়ে নিয়ে যেতে একা একা লড়াই করছেন। এই মুহূর্তে আমাকে মেয়ের পাশে দাঁড়াতে হবে। শর্মিলাকে সমর্থন করতে হবে। দুই রাজ্যে দুটি রাজনৈতিক দলের সদস্য হতে পারব কি না, এই নিয়ে দীর্ঘদিন দ্বিধায় ছিলাম। আমার পক্ষে ওয়াইএসআরসিপি-র সম্মানিক সভাপতির পদটির দায়িত্ব পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এধরনের পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হবে, তা কল্পনাও করিনি। আমি জানি না কেন এধরনের সিদ্ধান্ত নিতে হল, যে কোনও একটি দলকে সমর্থন করতে হল। তবে যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে।'

শুক্রবার তিনি ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, তাঁর ভূমিকা নিয়ে অবাঞ্ছিত যে কোনও ধরনের বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে কিছুদিন ধরেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় জল্পনা রয়েছিল, সম্প্রতি জগন্মোহন রেড্ডি ও শর্মিলার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। দুই ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিয়েছে। যার জেরে দুই ভাই বোনের মধ্যে কথা বন্ধ। বিজয়াম্মা ছেলের কাছেই থাকছেন বলে শোনা যাচ্ছিল।

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা, ফাঁকা সিলিন্ডারে খুন্তি বাজিয়ে বিক্ষোভ হায়দরাবাদের গৃহিণীদেররান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা, ফাঁকা সিলিন্ডারে খুন্তি বাজিয়ে বিক্ষোভ হায়দরাবাদের গৃহিণীদের

ওয়াইএস শর্মিলা রেড্ডি প্রথমে ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেত্রী ছিলেন। ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি তাঁর দাদা। রাজনৈতিক দিক থেকে তাঁর দাদার সঙ্গে মতোবিরোধ হয়। এরপরেই তিনি ২০২১ সালে তিনি তেলেঙ্গানায় একটু নতুন দল গঠনের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ৮ জুলাই তিনি ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি নামের একটি রাজনৈতিক দল তৈরি করেন। যদিও সেই সময় তাঁদের বিজয়াম্মা রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস পার্টির জগন্মোহন রেড্ডির সঙ্গে ছিলেন। ওয়আইএসআর কংগ্রেস পার্টির সম্মানিক সভাপতি ছিলেন বিজয়াম্মা। শোনা যায়, রাজনৈতিক মত পার্থক্য নয়, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আলাদা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত। কিন্তু শর্মিলার ওয়াইএআর তেলেঙ্গানা পার্টির প্রতিষ্ঠার প্রথম বার্ষিকীকে মেয়েকে সমর্থনের সিদ্ধান্ত নিলেন বিজয়াম্মা।

English summary
Andhra Pradesh CM Jagan mother Vijayamma Reddy quits YSR congress to support her daughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X