For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৯ জন নির্দল লড়ছেন হিমাচলে, নজর ২৭ দল বিদ্রোহীদের দিকে

Array

Google Oneindia Bengali News

হিমাচলে ভোট চলছে। বড় সংখ্যায় মানুষ এসে ভোট দিচ্ছেন। এখানে ভোট দেবেন ৫৫ লক্ষ ভোটার। ভাগ্য নির্ধারণ হবে ৪১২ জন প্রার্থীর। এর মধ্যে ৬৮ জন করে প্রার্থী রয়েছে বিজেপি ও কংগ্রেসের। ৬৭ জন প্রার্থী রয়েছে আম আদমি পার্টির। ৯৯ জন রয়েছেন নির্দল প্রার্থী। আট ডিসেম্বর যে ফলাফল বেরোবে সেখানে এরাই হয়ে যেতে পারেন গেম চেঞ্জার। বদলে দিতে পারেন পাশা।

নির্বাচনের প্রচার

নির্বাচনের প্রচার

নির্বাচনের যে প্রচার তা চরমে পৌঁছে গিয়েছিল গত সপ্তাহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন দলীয় প্রচারে। সেখানে গিয়েছিলেন জেপি নাড্ডাও, কারণ তিনি দলের সর্বভারতীয় প্রসিডেন্ট। বহু কংগ্রেস নেতাও সেখানে প্রচারে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খারগে। দলের প্রচারে গিয়েছিলেন রাজীব শুক্লা। জয় রাম ঠাকুর সহ বিজেপি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দলের প্রচার। নিজেদের প্রচারে গিয়েছেন বিভিন্ন নেতারা। একের পর এক র‍্যালি হয়েছে ১২ জেলায়।

বিজেপি'ই ফের ক্ষমতায় ফিরতে পারে

বিজেপি'ই ফের ক্ষমতায় ফিরতে পারে


বলা চলে কেউ একটুও জমি ছাড়তে রাজি নয়। বলা হচ্ছে বিজেপি'ই ফের ক্ষমতায় ফিরতে পারে এই রাজ্যে। ভাংতে পারে পুরনো ট্রেন্ড। কারন এখানে পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকে না। প্রত্যেক দলই ভোটারদের আকর্ষণ করার জন্য নানা লোভনীয়ভাবে প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এবারে কমিশন বলেছিল যে প্রচারে কোনও প্রতিশ্রুতি দিলে সেতাব কীভাবে পূরণ করা যায় সেটা বলতে হবে। জোড় দেওয়া হয়েছিল সোশ্যাল মাধ্যমের নজরদারিতেও।

 সমস্যা হতে পারে ২৭ জন।

সমস্যা হতে পারে ২৭ জন।

তবে বিজেপি কংগ্রেসের ও বিজেপির জন্য মূল সমস্যা হতে পারে ২৭ জন। যারা দুই দল থেকে শেষ মুহূর্তে বেড়িয়ে এসেছেন। তাঁরা লড়ছেন স্বাধীনভাবে। এদের মধ্যে ২০ জন রয়েছে বিজেপি এবং সাত জন রয়েছেন। আর এরাই বলা হচ্ছে দুই দলের ক্ষেত্রে বড় ফারাক গড়ে দিতে পারে। বদলে দিতে পারে ভোটের ভাগ্য।

দল বিদ্রোহী

দল বিদ্রোহী


এরা প্রত্যেকেই দলের থেকে টিকিট না পেয়ে দল ছেড়ে দিয়ে নির্দলের হয়ে ভোটে লড়ছেন। ২০১৭ সালে মাত্র ২ জন নির্দল প্রার্থী ভোটে জিতেছিলেন। এবারে সেই সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাউ এই ৯৯ জন নির্দলের দিকে নজর রয়েছে সবথেকে বেশি।

এদিকে নির্বাচন কমিশন নজর রেখেছে যে কীভাবে সেখানে সুষ্ঠু ভাবে ভোট করানো যায়। সেখানে অনেক জায়গাতেই দেখা যায় বরফ পড়েছে। তাই সেখানে মানুষ কীভাবে ভালোভাবে ভোট দিতে পারে তাঁর দিকে নজর দিতে বলা হয়েছে।

English summary
independent candidates of election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X