For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু ও কাশ্মীরে গ্রেফতার আলকায়দা অপারেটর! হাওড়ার বাসিন্দার থেকে উদ্ধার চিনে তৈরি হ্যান্ড গ্রেনেড

রবিবার আলকায়দার সঙ্গে যুক্ত সন্দেহে মনিরুদ্দিন খান নামে এক ছাত্রকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার খবর পাওয়া গিয়েছিল। আর এদিন হাওড়ার বাসিন্দা আমিরুদ্দিন খানকে গ্রেফতার করার খবর পাওয়া গেল জম্মু ও কাশ্মীর

  • |
Google Oneindia Bengali News

রবিবার আলকায়দার সঙ্গে যুক্ত সন্দেহে মনিরুদ্দিন খান নামে এক ছাত্রকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার খবর পাওয়া গিয়েছিল। আর এদিন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা আমিরুদ্দিন খানকে গ্রেফতার করার খবর পাওয়া গেল জম্মু ও কাশ্মীর থেকে। পুলিশের তরফে আমিরুদ্দিনকে আলকায়দা অপারেটর বলে উল্লেখ করে তার কাছ থেকে চিনা গ্রেনেড উদ্ধারের কথা বলা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের রামবান থেকে গ্রেফতার

জম্মু ও কাশ্মীরের রামবান থেকে গ্রেফতার

আমিরুদ্দিন খান হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ধারে রামবান থেকে আমিরুদ্দিনকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির কাছ থেকে একটি চিনা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা

গ্রেফতার হওয়া আমিরুদ্দিন খানের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র আইন, বিস্ফোরক আইন-সহ একাধিক আইনে রামবান থানায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে আরও তদন্ত চলছে বলেও জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার ছাত্র

শনিবার দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার ছাত্র

শনিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে আলকায়দার সঙ্গে যোগাযোগের সন্দেহে গ্রেফতার করা হয়েছে মনিরুদ্দিন খান নামে এক ছাত্রকে। এসটিএফ-এর সন্দেহ ওই ছাত্র আলকায়দার ভারতীয় উপমহাদেশের শাখার সঙ্গে জড়িত এবং বিভিন্নভাবে সে সঙ্গি সংগঠনকে সাহায্য করত। সংগঠনে যুক্ত হওয়া নতুন সদস্যদের ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজও সে করত বলে অভিযোগ। মথুরাপুরে আরবি পড়াতে যাওয়া আজিদুল হকের সঙ্গে পরিচয় হয় মনিরুদ্দিনের। সেই আজিজুলই মনিরুদ্দিনের মগজ ধোলাই করে বলে অভিযোগ। আজিজুল হককে এর আগেই গ্রেফতার করেছে এসটিএফ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে মনিরুদ্দিনের খোঁজ পান গোয়েন্দারা। রবিবার মনিরুদ্দিনের আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

গত কয়েকমাসে আলকায়দা যোগ সন্দেহে পেশ কয়েকজন গ্রেফতার

গত কয়েকমাসে আলকায়দা যোগ সন্দেহে পেশ কয়েকজন গ্রেফতার

গত কয়েক দিনে আলকায়দা যোগ সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে আজিজুল হক, মনিরুদ্দিন খানকে। এর আগে কলকাতা ও ভারতের আলকায়দার নেটওয়ার্ক নিয়ে তদন্ত করতে গিয়ে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হাসনাত নামে এক যুবককে। তাঁর মালদহের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার করা হয় বলে দাবি তদন্তকারীদের। এর পরবর্তী সময়ে ভোপাল থেকে আরও দুজনকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। গত অগাস্টে উত্তর ২৪ পরগনার শাসন থেকে আলকায়গা যোগ সন্দেহে আব্দুর রাকিব সরকার এবং কাজি এহসানকে গ্রেফতার করেছিল এসটিএফ।

ইডির জেরার মুখে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী! নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্নইডির জেরার মুখে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী! নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন

English summary
Al Qaeda operator from West Bengal Amiruddin Khan arrests in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X