For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাত মেলালে ছড়ায় এইডস', ঢালাও অপপ্রচার রাজ্য এইডস নিয়ন্ত্রক সোসাইটির

'পাঞ্জাব এইডস কন্ট্রোল সোসাইটি'-র বিরুদ্ধে এইডস নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

এইচআইভি এইডস নিয়ে সতর্কতামূলক প্রচার তো দুরস্থান, বিভ্রান্তিমূলক প্রচার করছে রাজ্য এইডস নিয়ন্ত্রক সোসাইটিই। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। সেরাজ্যের 'পাঞ্জাব এইডস কন্ট্রোল সোসাইটি'-র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

'হাত মেলালে ছড়ায় এইডস', ঢালাও অপপ্রচার রাজ্য এইডস নিয়ন্ত্রক সোসাইটির

সোসাইটির তরফে এইডস নিয়ে প্রচারের লক্ষ্যে একটি প্যামফ্লেট বিলি করা হয়েছে। সেখানেই ভুল তথ্য দিয়ে বিপাকে পড়েছে এই সরকারি সংস্থাই। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সেই প্যামফ্লেটে বলা হয়েছে, এইচআইভি এইডস আক্রান্তের সঙ্গে হাত মেলালে এই রোগ হতে পারে। শুধু তাই নয়, একাধিক বিভ্রান্তিকর তথ্য এই রোগ সম্পর্কে তুলে ধরা হয়েছে। প্যামফ্লেটে যা বলা হয়েছে তা দেখে বিজ্ঞানমনস্কদের মাথা হেঁট হয়ে গিয়েছে।

বলা হয়েছে, রোগে আক্রান্তদের সঙ্গে হাত মেলালে এইডস হতে পারে। এইডস আক্রান্তদের বাসন ব্যবহার করলেও এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। এইডস আক্রান্তদের মোবাইল, কম্পিউটার ব্যবহার করলে রোগ ছড়াতে পারে। এমনকী প্যামফ্লেটে বলা হয়েছে, এইডস আক্রান্তদের ব্যবহার করা বাথরুমে গেলেও এই মারণ রোগ শরীরে বাসা বাঁধতে পারে।

এই ধরনের মিথ বা কুসংষ্কার বিজ্ঞানী বা বিজ্ঞান মনস্করা আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছেন। সেই ভ্রান্ত ধ্যানধারণাকেই একটি সরকারি সংস্থা কী করে প্রচার করছে তা নিয়ে সমালোচনার ঝড় বইছে পাঞ্জাবে।

English summary
AIDS spread through handshake, using same phones, Punjab's govt. society spreading misconception on HIV
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X