For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র নির্বাচন : এন্ট্রিতেই ধামাকা, প্রায় ৭০ হাজার ভোটে জয়ী উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে

মহারাষ্ট্রের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় সত্তর হাজার ভোটে জয়ী হয়েছেন শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি তথা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় সত্তর হাজার ভোটে জয়ী হয়েছেন শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি তথা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য। ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে এবং জিতে নজির গড়লেন ২৯ বছরের যুবক।

মহারাষ্ট্র নির্বাচন : প্রায় ৭০ হাজার ভোটে জয়ী উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে

ওরলি বিধানসভা কেন্দ্রে শিবসেনা প্রার্থী আদিত্য ঠাকরের বিপরীতে দাঁড়িয়েছিলেন এনসিপি নেতা ডক্টর সুরেশ মান্ডে। ওই কেন্দ্রে মাত্র ২১৮২১ ভোট পেয়েছে শরদ পাওয়ার শিবির। ৮৯২৪৮ ভোট পেয়েছেন আদিত্য ঠাকরে। অর্থাৎ ওরলি বিধানসভা কেন্দ্র শিবসেনার জয়ের ব্যবধান ৬৭ হাজারেরও বেশি বলা জানা গিয়েছে।

শিবসেনার শক্ত ঘাঁটি বলে পরিচিত মহারাষ্ট্রের ওরলি বিধানসভা কেন্দ্রে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের জয় নিশ্চিত ছিল বলা চলে। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ২৩০১২ ভোটে জিতেছিলেন উদ্ধব শিবিরের সুনীল সিন্ধে। আসন ধরে রাখতে আদিত্যকে ঘিরে ওরলি কেন্দ্রে ব্যাপক প্রচার চালায় শিবসেনা। এমনকী ক্ষমতায় এলে আদিত্য ঠাকরেকে উপ-মুখ্যমন্ত্রী করার শর্ততেই মহারাষ্ট্রে বিজেপি-র সঙ্গে সমঝোতায় যায় বাল ঠাকরের দল।

বৃহস্পতিবার প্রকাশিত ভোটের ফলে স্পষ্ট, মহারাষ্ট্রে এবারও সরকার গড়তে চলেছে বিজেপি-শিবসেনা শিবির। মহারাষ্ট্র মন্ত্রিসভায় বিজেপির কাছে আধাআধি সদস্য দাবি করেছে উদ্ধব ঠাকরে শিবির। এর প্রেক্ষিতে বিজেপি কী প্রতিক্রিয়া দেয়, সেটাই দেখার।

 বুথ ফেরত সমীক্ষায় বড় ধাক্কা! যেসব কারণে মিলল না হরিয়ানার ফল বুথ ফেরত সমীক্ষায় বড় ধাক্কা! যেসব কারণে মিলল না হরিয়ানার ফল

English summary
Aditya Thackeray wins by almost 70000 votes in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X