For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে বিদ্যুৎ ঘাটতি, সমস্যা সমাধানে আদানির সঙ্গে চুক্তি কেন্দ্রের

দেশে বিদ্যুৎ ঘাটতি, সমস্যা সমাধানে আদানির সঙ্গে চুক্তি কেন্দ্রের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি : গত বছর ব্যাপক হারে বিদ্যুৎ ঘাটতি দেখা গিয়েছিল দেশে। অনেক বড় বড় শহরে প্রায়ই লোডশেডিং হচ্ছিল। এই সমস্যা মেটাতে আদানি গোষ্ঠীর উপর ভরসা রাখল কেন্দ্রীয় সরকার। এনটিপিসি'তে বিদেশ থেকে কয়লা সরবরাহের দায়িত্ব পেল আদানি গোষ্ঠী। বিশেষ সূত্রে এমনটাই খবর মিলছে।

দেশে বিদ্যুৎ ঘাটতি, সমস্যা সমাধানে আদানির সঙ্গে চুক্তি কেন্দ্রের

তাপবিদ্যুতের জন্য ব্যবহৃত বিদেশ থেকে আমদানি করা কয়লার সবথেকে বড় ব্যবসা রয়েছে আদানি গোষ্ঠীর হাতেই। তাই তাদের উপরেই ভরসা রাখল কেন্দ্রীয় সরকার। রাজ্য চালিত এনটিপিসি-তে ১০ লক্ষ টন বিদেশি কয়লা দেবে। এর জন্য প্রথম টেন্ডারটি তারা পেয়েছে অক্টোবর মাসে। এর পর চুক্তি অনুযায়ী আগামী আড়াই বছর এই ধরনের কয়লা এনটিপিসি-কে সরবরাহ করবে আদানিরা।

ছুটি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, সংশোধিত লিভ রুলে বাড়তি সুবিধা শিক্ষক-অধ্যাপকদেরছুটি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, সংশোধিত লিভ রুলে বাড়তি সুবিধা শিক্ষক-অধ্যাপকদের

সূত্রের খবর পশ্চিমবঙ্গে রাজ্য সরকার চালিত দামোদর ভ্যালি কর্পোরেশনও আদানি গোষ্ঠীর থেকে এই ধরনের কয়লা আনার জন্য চুক্তি করতে পারে। এই বিষয়ে তাদের সঙ্গেও কথাবার্তাও হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই প্রসঙ্গে ডিভিসি , আদানি গোষ্ঠীর পক্ষে কেউ মুখ খুলতে চাননি।

২০২১ সাল সেপ্টেম্বর মাসে নাগাদ ভারতের ১৩৫টি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১৬ টিতে কয়লা মজুদ শূ্ণ্যে নেমে গিয়েছিল । ৮০ শতাংশের বেশি প্ল্যান্টে এক সপ্তাহেরও কম কয়লা গুদামে মজুত ছিল। আর বাকিদের ক্ষেত্রে অর্ধেকের বেশির গুদামে যা রয়েছে তা তিন দিনেরও কম সময় চলতে পারে এমন কয়লা মজুদ ছিল।

ভারতে, কয়লাই হল বেশির ভাগ ক্ষেত্রে প্রাথমিক শক্তির উৎস। এই শক্তিই ভারতে সমস্তরকম শক্তির ৫৭ শতাংশ দখল করে রয়েছে । ২০৪০ সালের মধ্যে ভারতের নতুন শক্তির চাহিদার ৪২ শতাংশ দখল করতে পারে কয়লা। এই চাহিদা মেটাতে বিদেশি কয়লার প্রয়োজন পড়তে পারে। যাতে সমস্যা তৈরি না হয় তাই আদানি গোষ্ঠীকে এই দায়িত্ব দেওয়া হল বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত মাসেই অস্ট্রেলিয়ার বিতর্কিত কারমাইকেল খনি থেকে কয়লা উত্তলন করেছে আদানিরা। ডিসেম্বর মাসেই সেখান থেকে কয়লা নিয়ে ভারতের পথে রওনা দিয়েছে জাহাজ।

আদানিদের অস্ট্রেলিয়ার কয়লা সংস্থা ব্রাভুস মাইনিং রিসোর্স জানিয়েছিল কারমাইকেল খনি থেকে উন্নত মানের কয়লা কয়লা তারা তুলেছেন। নৰ্থ কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনাল থেকে তা জাহাজে তোলা হয়। এই কয়লা কোথায় যাবে তা বলা হয়নি। তবে এটা জানানো হয়েছিল তারা এক কোটি টন কয়লা সরবরাহের অর্ডার তাঁরা পেয়েছেন। এবার তা আন্তর্জাতিক বাজারে বিক্রি করবেন হবে। সম্ভবত এই খনি থেকেই উত্তলন করা কয়লা এনটিপিসি-কে দেবে আদানি গোষ্ঠী।

English summary
Adani Enterprises Ltd. has won a contract to supply overseas coal to NTPC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X