For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যাদুর্গত কেরলে এয়ারলিফ্ট করে সন্তানসম্ভবা মাকে উদ্ধার, সেনার কীর্তির ভিডিও ভাইরাল

এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বন্যাবিধ্বস্ত কেরলে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মনে করেন কেন্দ্রের দেওয়া ৫০০ কোটি টাকায় কোনওভাবেই সেই খামতি পূরণ সম্ভব নয়।

Google Oneindia Bengali News

অবিরাম বৃষ্টিতে বন্যাবিধ্বস্ত কেরল। কেরলের জেলার পর জেলা জলমগ্ন। ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিনশো। এই অবস্থায় বিপর্যস্ত কেরলে জলবন্দি হয়ে রয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারের জন্য নামানো হয়েছে সেনা। বন্যাদুর্গত জলবন্দি মানুষের মধ্যে সন্তানসম্ভবা এক মহিলা প্রসবযন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন। সেই অবস্থায় এয়ারলিফ্ট করে সন্তানসম্ভবা মহিলাকে উদ্ধার করল সেনাবাহিনী।

এয়ারলিফ্ট করে সন্তানসম্ভবা মাকে উদ্ধার, ভিডিও ভাইরাল

সেনারা বারবার দেশকে গর্বিত করেছেন। আবারও কেরলে উদ্ধারকার্যে নেমে এক সন্তানসম্ভবা মহিলাকে এয়ারলিফ্ট করে উদ্ধার করে কীর্তি গড়ল সেনাবাহিনী। হাসপাতালে ভর্তি করার পর সেই মহিলা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এরপরই নৌ-সেনা টুইট করে জানায়, তাঁরা সন্তানসম্ভবা মহিলাকে উদ্ধার করেছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জীবনীতে।

[আরও পড়ুন: গডফাদার না সে গডমাদার, ৬২ বছর বয়সে পড়ল পুলিশের জালে ][আরও পড়ুন: গডফাদার না সে গডমাদার, ৬২ বছর বয়সে পড়ল পুলিশের জালে ]

মহিলাকে এয়ারলিফ্ট করে উদ্ধারের আগে নামানো হয়েছিল চিকিৎসক। তিনি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। তারপরই জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে রেফার করার পরামর্শ দেন। উপায়ান্তর না পেয়ে এয়ারলিফ্ট করে মহিলাকে উদ্ধার করে নৌ-সেনা। হাসপাতালে ভর্তির পর ফের টুইট করে সেনা জানায়, ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

[আরও পড়ুন:কেরলে বিধ্বংসী বন্যা! হড়পা বানে মৃত্যু নদিয়ার যুবকের][আরও পড়ুন:কেরলে বিধ্বংসী বন্যা! হড়পা বানে মৃত্যু নদিয়ার যুবকের]

বন্যায় বিপর্যস্ত কেরল। এই অবস্থায় নৌসেনা-বায়ুসেনা, এনডিআরএফকে নামানো হয়েছে বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য। ত্রাণ শিবিরে তিন লক্ষেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। তিন বাহিনীই উদ্ধারকার্যে নেমে পড়েছে। আকাশপথে দুর্গতদের উদ্ধার করছে সেনা। ত্রাণও বিলি করা হচ্ছে আকাশপথে। এই অবস্থায় আরও হেলিকপ্টার চাওয়া হয়েছে প্রতিরক্ষমন্ত্রকের কাছে।

ইতিমধ্যেই ১০ কলাম সেনা পাঠানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ৭৯০ জনের ইঞ্জিনিয়ারিং স্টক ফোর্স, নৌসেনার ৮২টি দল কাজ করছে, নামানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীও। ৪২টি দলে ভাগ হয়ে তাঁরা উদ্ধারকার্যে নেমেছে। তবে আশার কথা কেরলের জন্য নতুন করে বৃষ্টির পূর্বভাস নেই। ফলে বৃষ্টির থাবা কমলে দুর্গতদের উদ্ধার করা সহজসাধ্য হবে বলে মনে করছে সেনাবাহিনী।

[আরও পড়ুন: রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থি কলস! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে][আরও পড়ুন: রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থি কলস! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে]

English summary
A pregnant lady is rescued by Indian navy at Kerala. Navy rescue her and the lady gives birth. Then navy tweets this and Video is viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X