For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরম নির্বাচনে দাপট দেখালেন কনিষ্ঠতম এই রাজনৈতিক নেতারা

মিজোরামের রাজনীতি ঘিরে পাখির চোখ ছিল একাধিক জাতীয় রাজনৈতিক দলের। কংগ্রেসের কাছে ছিল এটি ঘর বাঁচানোর লড়াই। অন্যদিকে বিজেপি-র কাছে এটি ছিল উত্তরপূর্বা ভারতে থাবা বসানোর যুদ্ধ।

  • |
Google Oneindia Bengali News

মিজোরামের রাজনীতি ঘিরে পাখির চোখ ছিল একাধিক জাতীয় রাজনৈতিক দলের। কংগ্রেসের কাছে ছিল এটি ঘর বাঁচানোর লড়াই। অন্যদিকে বিজেপি-র কাছে এটি ছিল উত্তরপূর্বা ভারতে থাবা বসানোর যুদ্ধ। কিন্তু দুটি বড় জাতীয় রাজনৈতিক দলকে ছাপিয়ে তেলাঙ্গানার মতোই মিজোরামেও আঞ্চলিক দলের গুরুত্ব বেড়েছে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর।

মিজোরম নির্বাচনে দাপট দেখালেন কনিষ্ঠতম এই রাজনৈতিক নেতারা

একনজরে দেখে নেওয়া যাক মিজোরাম বিধানসভা নির্বাচনে কোন কোন যুব নেতা নজর কেড়েছেন ২০১৮ সালের নির্বাচনে।

  • কনিষ্ঠতম সদস্য় হিসাবে মিজোরামের চম্ফাই দক্ষিণ থেকে নজরে আসেন মিজো ন্যাশনাল ফ্রন্টের ৩৯ বছর বয়সী সদস্য টি জে লালনুনত্লুয়াঙ্গা।

  • এছাড়াও আইজল উত্তর থেকে বনলালথলানা নডর কেড়েছেন। ৪০ বছর বয়সী এই রাজনৈতিক নেতা জোরাম পিপলস পার্টির সদস্য।

  • সেরলুই থেকে লালরিনসঙ্গা রাল্তে মিজো ন্যাশনাল ফ্রন্টের সদস্য। তাঁর বয়স ৪০।
  • অ্যন্ড্রিউ এইচ থাঙ্গলিয়ানার বয়স ৪১ বছর। তিনি তুইরিয়াল কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। তিনি জোরাম পিপলস পার্টির সদস্য।

এদিকে তুইচাং কেন্দ্রের ৭৫ বছর বয়সী তাউনলুইয়া সবচেয়ে বর্ষীয়ান নেতা হিসাবে মিজো রাজনীতিতে এই বছর নজর কেড়েছেন ভোটের ময়দানে।

দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে রীতিমত বিজেপিকে টক্কর দিয়ে এগিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের মত একাধিক বিজেপি -র শক্ত ঘাঁটী গুঁড়িয়ে গিয়েছে রাহুল শিবিরের দাপটে। কিন্তু উত্তরপূর্বে ফের একবার বেসমাল হয়ে যায় কংগ্রেস। অসম , ত্রিপুরার মতে মিজোরামেও দাঁত ফোটাতে পারেনি তারা। পাশাপাশি মিজোরামে ভোট লড়াইয়ে হেরে যান কংগ্রেসের মুখ্যমন্ত্রী লাল থানহাওয়ালা।

English summary
5 state assembly election result 2018, see who are the young achievers of MiZoram .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X