For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দিদির দূত’ হয়ে ‘ভূতে’রা বাড়ি বাড়ি আসবে, কর্মসূচি শুরুর আগেই পোস্টারে পোস্টারে ছয়লাপ

‘দিদির দূত’ হয়ে ‘ভূতে’রা বাড়ি বাড়ি আসবে, কর্মসূচি শুরুর আগেই পোস্টারে পোস্টারে ছয়লাপ

  • By Partha Raha
  • |
Google Oneindia Bengali News

বাংলায় পঞ্চায়েত নির্বাচনে দুয়ারে কড়া নাড়ছে। তার আগে কর্মসমিতির বৈঠকে জনসংযোগ শান দিয়ে তৃণমূল চালু করেছে নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ। এছাড়াও স্বচ্ছ পরিষেবার লক্ষ্যে দিদির দূত অ্যাপ তৈরি করা হয়েছে। এই দুই কর্মসূচি নিয়ে হুগলিতে বুধবার থেকে প্রচার শুরু করছে তৃণমূল। তার আগে দিদির ভূত লেখা পোস্টার পড়ল হুগলিতে।

দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত সংক্রান্ত প্রচার

দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত সংক্রান্ত প্রচার

বিজেপির নামে এই পস্টার পড়েছে হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফের পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেলে। বুধবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে দেবানন্দপুর শরৎচন্দ্র সেমিনার হলের মাঠে দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত সংক্রান্ত বিষয়ে একটি প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তৃণমূলের কর্মসূচি শুরুর আগেই বিজেপির পোস্টার

তৃণমূলের কর্মসূচি শুরুর আগেই বিজেপির পোস্টার

কিন্তু তৃণমূলের কর্মসূচি শুরুর আগেই ব্যান্ডেল স্টেশন চত্বরে পোস্টার পড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল। পোস্টারে লেখা রয়েছে- 'দিদির ভূতেদের (দূত) তাড়াও, দেবানন্দপুর বাঁচাও। অন্য পোস্টারে লেখা- আজ দেবানন্দপুরে দিদির ভুতেরা (দূত) আসবে, বাড়ির দরজা জানালা বন্ধ রাখুন। আর সমস্ত পোস্টারের নীচে লেখা বিজেপি।

পঞ্চায়েত ভোট তাই বেশ কিছু ভূতেরা বাড়ি বাড়ি যাবে

পঞ্চায়েত ভোট তাই বেশ কিছু ভূতেরা বাড়ি বাড়ি যাবে

এই পোস্টার বিষয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, পশ্চিমবাংলায় যেদিন থেকে তৃণমূল এসেছে সেদিন থেকেই ভূতের প্রভাব বেড়েছে। ভুতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা বের হয়। ভূতুড়ে ভোটার দেখা যায়। সামনে পঞ্চায়েত ভোট তাই বেশ কিছু ভূতেরা বাড়ি বাড়ি যাবে।

‘ভুত আসছে সবাই জানালা দরজা বন্ধ রাখুন’, পোস্টার

‘ভুত আসছে সবাই জানালা দরজা বন্ধ রাখুন’, পোস্টার

বিজেপির পক্ষ থেকে আরও বলা হয়, ভোট চলে যাবার পর পাঁচ বছর আর খুঁজে পাওয়া যায় না এদের। তাই হয়তো ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই অনুসারে দেবানন্দপুরকে জানানো জয়েছে 'ভূত তাড়াও, গ্রামবাসীকে বাঁচাও'। এই কর্মসূচি ঘোষণার পরেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন এটা ভুতের কর্মসূচি। তাই বিজেপির তরফে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে 'ভুত আসছে সবাই জানালা দরজা বন্ধ রাখুন'।

‘মানুষ এখন বুঝে গেছে ওটা ছাগলের দল’

‘মানুষ এখন বুঝে গেছে ওটা ছাগলের দল’

যদিও এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, ওটা বিজেপির কালচার। যখন দুয়ারে সরকার চলছিল তখন লকেট-শুভেন্দুরা বলেছিল বয়কট করুন। ওরা কী বলল না বলল মানুষ বিশ্বাস করেনা। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। মানুষ এখন বুঝে গেছে ওটা ছাগলের দল। দিদি দিদির মতে চলবে, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে চলবে।

বাড়িতে আসবে দিদির দূত, ওরা আসলে দিদির ভূত

বাড়িতে আসবে দিদির দূত, ওরা আসলে দিদির ভূত

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এই নতুন কর্মসূচি নিয়ে আগে থেকেই কটাক্ষ করা হয়েছে। উলুবেড়িয়ার মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পঞ্চায়েতকে লুঠের জায়গা করেছে। বলেছে নাকি সুরক্ষা দেবে, বাড়িতে আসবে দিদির দূত, ওরা দিদির ভূত। সাদা খাতায় চাকরি দেয় এই ভূত।

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া! ফুঁসে উঠে মমতা সরকারকে হুঁশিয়ারি দিলীপ ঘোষেরবন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া! ফুঁসে উঠে মমতা সরকারকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Recommended Video

'দিদির ভূতেদের তাড়াও'দূতেরা মাঠে নামার আগেই ব্যাণ্ডেলে শাসকদলের বিরুদ্ধে পোস্টার | Oneindia Bengali

English summary
BJP gives ghost-poster against TMC’s campaign ‘Didir Doot‘ in Hoogly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X