For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই, হায়দরাবাদের জয়ে শেষ চার পাকা কেরালার

Google Oneindia Bengali News

আইএসএলের শেষ চারে কোন চারটি দল খেলবে তা স্পষ্ট করে দিল আজকের হায়দরাবাদ এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ। ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচ ২-১ গোলে জিতে হায়দরাবাদ এফসি উঠে এলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তিনে নেমে গেল এটিকে মোহনবাগান।

আইএসএল থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

ম্যাচের ১৪ মিনিটের মাথায় রোহিত দানুর গোলে এগিয়ে যায় হায়দরাবাদ এফসি। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান জোয়েল চিয়ানেস। বিরতিতে এই দুই গোলেই এগিয়ে ছিল নিজামের শহর। দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই চালালেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি মুম্বই সিটি এফসি। জয় তো দূরের কথা। মুর্তাদা ফল ৭৬ মিনিটে গোল করে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি।

আইএসএল থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

মুম্বই রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে রোহিত দানু গোলটি করেছিলেন। মুম্বই সিটি এফসি হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমণিকে কঠিন পরীক্ষাতেই ফেলতে পারেননি। শেষ চারে জিততে আজ জিততেই হতো মুম্বই সিটি এফসিকে। সেই চাপটিও ছিল ফুটবলারদের উপর। তার মধ্যেই চিয়ানেসের গোল কাজ কঠিন করে দেয়। বিরতিতে ২ গোলে পিছিয়ে থাকায় টুর্নামেন্টে টিকে থাকতে দ্বিতীয়ার্ধে তিনটি গোল করতে হতো মুম্বইকে, যা এক কথায় ছিল কার্যত অসম্ভব। ৭৬ মিনিটে ক্যাসিও গ্যাব্রিয়েলের নেওয়ায় ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ফল মুম্বইয়ের একমাত্র গোলটি করতে সক্ষম হন। এরপর সমতা ফেরাতে বা ম্যাচ জিততে পর্যাপ্ত সময়ই ছিল না গতবারের চ্যাম্পিয়নদের।

আইএসএল থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

জামশেদপুর এফসি ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে লিগশীর্ষে। এদিনের জয়ের ফলে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে হায়দরাবাদ এফসি। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রইল মুম্বই সিটি এফসি। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্স কাল এফসি গোয়াকে হারালে ২০ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৩৬। এটিকে মোহনবাগানের শেষ ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। লিগ-শিল্ড পাওয়ার দৌড়ে ফেভারিট জামশেদপুর চলতি আইএসএলের প্রথম সাক্ষাতে এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েছিল। জামশেদপুর ১৯টি ম্যাচে ১২টিতে জিতেছে, ড্র ৪টি, হেরেছে তিনটিতে। এটিকে মোহনবাগান ১৯টির মধ্যে জিতেছে ১০ ম্য়াচে, ড্র ৭টি, পরাজয় ২টিতে।

English summary
Hyderabad FC Beat Mumbai City FC By 2-1 To Knock The Defending Champions Out Of ISL. Kerala Blasters FC Will Join Jamshedpur, Hyderabad And ATK Mohun Bagan In ISL Semis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X