For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন কখনও ইউরোপের ক্লাবে খেলেননি পেলে?

কেন কখনও ইউরোপের ক্লাবে খেলেননি পেলে?

Google Oneindia Bengali News

পেলে প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার রাত্রে ৮২ বছর বয়সে। পেলের প্রয়াণে শোকের ছায়া সার বিশ্বে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান রোনাল্ডো, নেইমার, এমবাপের মতো বিশ্ব ফুটবেল তারকা ফুটবলাররা মেসির প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন বারাক ওবামাও। এ ছাড়াও বহু খ্যাতনামা মানুষ শোক প্রকাশ করেছেন ফুটবল সম্রাটের প্রয়াণে।

কেন কখনও ইউরোপের ক্লাবে খেলেননি পেলে?

এখনকার সময়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠ ফুটবলাররা খেলেন ইউরোপে, এই প্রথম নয় দীর্ঘ দিন ধরেই এই রকমটাই হয়ে আসছে। লিওনেল মেসি, রোনাল্ডো নাজারিও, রবার্তো কার্লোস, লুইস সুয়ারেজ, নেইমার, এডিনসন কাভানির মতো ফুটবলাররা খেলেছেন বা খেলছেন ইউরোপীয় ফুটবলে দীর্ঘ দিন ধরে। কিন্তু পেলে কখনওই খেলেননি ইউরোপে। পেলে কেন কখনওই ইউরোপে খেলেননি তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনের মধ্যে রয়েছে কৌতুহল। এই প্রতিবেদনে কেন পেলে কখনও খেলেননি ইউরোপের ক্লাবে সেটাই তুলে ধরা হয়েছে।

১৯৬২ সালে কিংবদন্তি ফুটবলার পেলেকে 'রাষ্ট্রীয় সম্পদ' হিসেবে ঘোষণা করেন তৎকালীন ব্রাজিলের সরকার। এই ঘোষণার এক বছর আগে ১৯৬১ সালে পেলেকে মিলিয়ন ডলারের বিনিময়ে দলে পেতে চেয়েছিল ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্তাস। ২০০৫ সালে ইউরোপের ক্লাবে না খেলার কারণ পেলে জানান ব্রিটেনের 'ফোরফোরটু' ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, "ইউরোপ থেকে আমার কাছে প্রচুর প্রস্তাব এসেছে। কিন্তু আমার কাছে পছন্দের ক্লাব ছিল স্যান্টোস।

সেখানে আমি ভাল ছিলাম। সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য রয়েছে। সেই সময়ে এত অর্থ দিত না ক্লাবগুলো যে সেই প্রস্তাব প্রত্যাখান করা অসম্ভব ছিল। কেরিয়ারের শেষ দিকে দুর্দান্ত একটি অফার দেয় রিয়াল মাদ্রিদ। জুভেন্তাসের জিওভানি আগনেলি গাড়ি নির্মাতা সংস্থা ফিয়াট কোম্পানির শেয়ার দিতে চেয়েছিলেন সেই ক্লাবে খেলার পরিবর্তে।

সেই আসল কথা হল আমি কখনওই চাইনি ক্লাব বদল করতে। এখনকার ফুটবলাররা যেই ক্লাবে খেলে সেই ক্লাবের ব্যাজে চুমু খেয়ে বলেন আমি এই ক্লাবকে ভালবাসি, পরের বছরই ক্লাব বদলালে বলেন সেই ক্লাবকে ভালবাসেন। ওরা আসলে ক্লাব নয় ভালবাসেন টাকাকে। টাকা নয় আমি ক্লাবকেই ভালবেসেছিলাম। আমি স্যান্টোসে ভাল ছিলাম।"

পেলের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। ভারতের ফুটবলের সর্বোচ্চ সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সাত দিনের শোক প্রকাশ করেছে। জানানো হয়েছে এই সাত দিন এআইএফএফ-এর পতাকা অর্ধনমিত থাকবে।

 ICC Awards 2022: আইসিসি বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ, ভারত থেকে কোন চার? ICC Awards 2022: আইসিসি বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ, ভারত থেকে কোন চার?

English summary
For this reason Pele never played in Europe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X