
প্রশ্নের মুখে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা বেলজিয়ামের ভাগ্য, নক-আউট কনফার্ম নয় রানার্স ক্রোয়েশিয়ারও
ফিফা বিশ্বকাপ ২০২২-এর গ্রুপ অফ ডেথ-এ পরিণত হয়েছে গ্রুপ 'এফ'। ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া বর্তমানে গ্রুপটি লিড করছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে মরক্কো দল ক্রোয়েশিয়ার পরের স্থানে রয়েছে। এই গ্রুপে রয়েছে বেলজিয়ামও যারা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অর্জন করেছিল তৃতীয় স্থান, কিন্তু দুই ম্যাচে একটি জয় এবং একটি হারে বর্তমানে কঠিন পরিস্থিতিতে রয়েছে তারা। তিন নম্বরে রয়েছে বেলজিয়াম। ভাল ফুটবল উপহার দিয়েও একটি ম্যাচও জিততে পারেনি কানাডা। ইতিমধ্যেই ছিটকে গিয়েছে তারা।
এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার বিষয়ে ফেভারিট ক্রোয়েশিয়া এবং মরক্কো। বেলজিয়ামের জন্য পরিস্থিতি অনেকটা কঠিন। এক নজরে দেখে নিন এই গ্রুপের কোন দল কী ভাবে যেতে পারে চলতি কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে।

ক্রোয়েশিয়া:
লুকা মদ্রিচের দলের জন্য পরিস্থিতি অনেকটাই সহজ। ক্রোয়েশিয়ার ভাগ্য নির্ভর করছে তাদের হাতেই। বেলজিয়ামকে হারালে বা এই ম্যাচ ড্র করলেও গত বারের রানার্স দল পৌঁছে যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে। হারলেও বিপাকে পড়তে হবে না ক্রোয়েশিয়াকে যদি কানাডা হারিয়ে দেয় মরক্কোকে।

মরক্কো:
ক্রোয়েশিয়ার মতোই একই পরিস্থিতি মরক্কোর। কানাডার বিরুদ্ধে মরক্কো জিতলে বা ড্র করলে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে দলটি। মরক্কো যদি হেরেও যায় তবুও তাদের সমস্যা হবে না পরবর্তী রাউন্ডে যেতে যদি বেলজিয়ামকে ক্রোয়েশিয়া হারিয়ে দেন বা ম্যাচটা ড়্র করে।

বেলজিয়াম:
প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য জিততেই হবে বেলজিয়ামকে। ড্র করালে তাদের নক-আউটে যাওয়ার সম্ভবনা অনেকটাই কম হয়ে যাবে। সেক্ষেত্রে কানাডার উপর নির্ভর করবে বেলজিয়ামের ভাগ্য। কানাডা যদি মরক্কোকে হারিয়ে দেয় তা হলে এই ম্যাচ ড্র করেও রোমেলু লুকাকু - কেভিন ডি ব্রুইনের দল জায়াগা করে নেবে শেষ ষোলোয়। তবে, যদি তারা হেরে যায় তা হলে বেলজিয়ামে ফেরার টিকিট কাটতে হবে কতার থেকে।

কানাডা:
গ্রুপ পর্যায়ে একটি ম্যাচেও জয় না পেলেও দারুণ লড়াই দিয়েছে কানাডা। কানাডা ইতিমধ্যেই নক আউট পর্বে যাওয়ার লড়়াই থেকে ছিটকে গিয়েছে। তবে, তাদের উপর গ্রুপের অন্য দলগুলির যোগ্যতা অর্জন করার ভাগ্য নির্ভর করছে। ফলে কানাডা বনাম মরক্কো ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কাতারে ফিফা বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে এগিয়ে কে? বিভিন্ন বিভাগে নজর কাড়ছেন কারা?