For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতারে ফিফা বিশ্বকাপের ম্যাচ শেষ হতে কেন বেশি সময় লাগছে? জানুন আসল কারণ

  • |
Google Oneindia Bengali News

কাতারে ফিফা বিশ্বকাপে একটা বিষয়ে অনেকেই অবাক হচ্ছে। গ্রুপ পর্বের খেলা ৯০ মিনিট। কিন্তু এখনও অবধি বেশিরভাগ ম্য়াচেই দেখা গিয়েছে, স্টপেজ টাইম যোগ করে খেলার বয়স ১০০ মিনিট পার হয়ে যাচ্ছে। সচরাচর ফুটবলে এমনটা দেখা না গেলেও জানা গেল আসল কারণ। ফিফার নির্দেশেই এমন পদক্ষেপ করছেন রেফারিরা।

কাতার বিশ্বকাপে ম্যাচ শেষ হতে কেন বেশি সময় লাগছে?

আর্জেন্তিনাকে এদিনই সৌদি আরব ২-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচে ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ১৪ মিনিট খেলানো হয়েছে। ইংল্যান্ড-ইরান ম্যাচে প্রথমার্ধে যোগ করা হয়েছিল ১৫ মিনিট স্টপেজ টাইম, দ্বিতীয়ার্ধে রেফারি আরও ১৪ মিনিট খেলিয়ে গিয়েছিলেন। ইরানের গোলকিপার প্রথমার্ধে মাথায় চোট পেয়েছিলেন, তবে দ্বিতীয়ার্ধে বেশি সময় খেলানোর কারণ অনেকের কাছেই বোধগম্য হয়নি। নেদারল্যান্ড-সেনেগাল ও মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েলস ম্যাচে এই বাড়তি সময়ের পরিমাণ দাঁড়ায় ১১ মিনিট করে। আমেরিকার ম্যাচটি কাতারের স্থানীয় সময় রাত ১০টায় শুরু হয়েছিল। ফাইনাল বাঁশি বাজতে মধ্যরাত পেরিয়ে যায়।

আর্জেন্তিনা-সৌদি আরব ম্যাচে প্রথমার্ধে ৪৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও সাত মিনিট বেশি খেলানো হয়েছিল। দ্বিতীয়ার্ধে আরও বেশি। সৌদির এক ডিফেন্ডারের সঙ্গে গোলকিপারের সংঘর্ষ হয়, তিনি অনেকক্ষণ মাঠে শুয়ে ছিলেন। তাঁকে বের করে নিয়ে যাওয়ার আগে অবধি অনেকক্ষণ খেলা বন্ধ ছিল। ফলে এই ম্যাচও স্টপেজ টাইমের নিরিখে নজির গড়ে ফেলে। বারবার কেন এতটা সময় খেলানো হচ্ছে সেই কৌতূহলের নিরসন ঘটিয়েছেন ফিফার রেফারিদের কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। তাঁর কথায়, খেলা বন্ধ থাকার কারণে যে সময় নষ্ট হয় সেই পুরো সময়ই যাতে বিশ্বকাপের দর্শকরা খেলা দেখতে পারেন সেই কারণেই রেফারিদের স্টপেজ টাইমের পুরোটাই যোগ করতে বলা হয়েছে।

২০১৭ সালে বাস্কেটবলের মতো ৬০ মিনিটের স্টপ-স্টার্ট গেম ক্লক চালুর পরামর্শ দিয়েছিলেন তৎকালীন ফিফা টেকনিক্যাল ডিরেক্টর মার্কো ভান বাস্তেন। বাস্তেন খেয়াল করেছিলেন মাঠে যাই হোক না কেন স্টপেজ টাইম প্রথমার্ধে ১ মিনিট এবং দ্বিতীয়ার্ধে মিনিট তিনেক দেওয়া কার্যত নিয়মে পরিণত করে ফেলেছেন রেফারিরা। ২০১৪ সালের বিশ্বকাপে দেখা গিয়েছে সবমিলিয়ে বল মাঠে গড়িয়েছে ৬০ মিনিট। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে মোট খেলা হওয়ার সময় দেখা গিয়েছে ৫৩২ থেকে ৫৮ মিনিট। কলিনা বলেন, কোনও ম্যাচে অ্যাক্টিভ প্লে ৪২, ৪৩, ৪৪, ৪৫ মিনিট হোক এটা কাম্য নয়। ভিডিও রিভিউয়ের কারণেও এখন খেলা থমকে থাকে। ভার প্রযুক্তির ব্যবহারও প্রথম হয় চার বছর আগের বিশ্বকাপে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভার দেখে নিশ্চিত হতে মিনিট দুয়েক লাগে। গোলের পর সেলিব্রেশনেও নষ্ট হয় কিছু মিনিট। তবে ফিফা এবার জানিয়েছে, গোলের সেলিব্রেশন যেন এক থেকে দেড় মিনিটের বেশি না হয়। গোলের সেলিব্রেশনের জন্য তিন থেকে পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। এই পরিমাণ সময়েও যাতে খেলা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে রেফারিদের। উল্লেখ্য, ইংল্যান্ড-ইরান ম্যাচের ফলাফল ছিল ৬-২। দ্বিতীয়ার্ধে হয়েছিল ৫ গোল। দ্বিতীয়ার্ধে স্টপেজ টাইম ছিল ১০ মিনিটের। কিন্তু শেষ লগ্নে ভার রিভিউয়ের সৌজন্যে ইরান পেনাল্টি পায়। এই সময়টুকুও বন্ধ ছিল খেলা।

English summary
FIFA World Cup 2022: Referees Have Been Ordered By FIFA To Add Time For Any Stoppage During Game. The 90-Minute Soccer Match Is Turning Into 100-Plus At The World Cup In Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X