For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুভেন্তাস ছাড়া নিয়ে বড় ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! ম্যান সিটি আগ্রহ হারাতেই আসরে ম্যান ইউ

Google Oneindia Bengali News

ছন্দে ছন্দে যে কতটা রং বদলায় তার সাক্ষী থাকল জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার সিটি-সহ ফুটবল বিশ্ব। বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছে এক বছরের চুক্তি বাকি থাকলেও এবারই নতুন ক্লাবে যোগ দিতে পারেন সিআর সেভেন। জল্পনায় উঠে এসেছিল পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবের নামগুলি। যদিও সংবাদমাধ্যমকে তাঁর দলবদলের জল্পনার জন্য দায়ী করে নিজের কমিটমেন্ট নিয়ে লম্বা-চওড়া বিবৃতি দিয়েছিলেন সিআর সেভেন। কিন্তু এদিন জুভেন্তাস কোচকে তিনি ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। ম্যাঞ্চেস্টার সিটিতে যোগদানের সম্ভাবনা থাকলেও হঠাৎ পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রোনাল্ডোকে নিতে আগ্রহী বলে খবর।

 জুভন্তাসে থাকছেন না রোনাল্ডো

জুভন্তাসে থাকছেন না রোনাল্ডো

যদিও সেই জল্পনাকেই সত্যি করে এবার জুভেন্তাস ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকালই তাঁর কথা হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে। হ্যারি কেন হাতছাড়া হতেই সের্হিও আগুয়েরোর বিকল্পের সন্ধান জোরকদমে শুরু করে ম্যান সিটি। রোনাল্ডো নিজেও ইতালি ছেড়ে ইউরোপিয়ান ক্লাবে যোগ দিতে চাইছিলেন। ম্যান সিটির সঙ্গে যোগাযোগ শুরু করেন তাঁর এজেন্ট। তবে ম্যান সিটি জানিয়ে দেয়, রোনাল্ডোকে ফ্রি প্লেয়ার হিসেবে নিতেই তাঁরা আগ্রহী। জুভেন্তাসকে কোনও ট্রান্সফার ফি দেবে না। আবার রোনাল্ডোর মতো ফুটবলারকে চড়া দরে নিতে রাহিম স্টার্লিংকে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও ভেতরে ভেতরে করতে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল। কিন্তু আজ আবার বদলে গিয়েছে যাবতীয় ছবিটা।

ইতালির ক্লাবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন

ইতালির ক্লাবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন

ইতালিয়ান সেরি আ-তে উডিনেসের বিরুদ্ধে রবিবার প্রথমার্ধে খেলেননি রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। বুধবার অনুশীলন থেকে হাতে চোট লাগার কারণে দ্রুত চলে যান। এই সময় আসলে রোনাল্ডোর মন পড়েছিল ম্যান সিটিতেই! তাঁর এজেন্টও তুরিনে পৌঁছে গিয়েছেন। এরই মধ্যে জুভেন্তাস কোচকে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, তিনি আর জুভেন্তাসে থাকতে চাইছেন না। সে কথা সাংবাদিকদের জানিয়েছেন জুভেন্তাস কোচ ম্যাক্স আলেগ্রি। আজ সকালে সকলে যখন অনুশীলনে নামছিলেন তখনই রোনাল্ডোকে মাঠ ছেড়ে চলে যেতে দেখা যায়। জুভেন্তাস কোচ জানিয়েছেন, গতকালই ক্রিশ্চিয়ানো আমাকে বলে দিয়েছেন জুভেন্তাসে আর থাকার কোনও ইচ্ছা তাঁর নেই। সে কারণে এমপোলির বিরুদ্ধে ম্যাচে তাঁকে দলে রাখা হচ্ছে না। ক্রিশ্চিয়ানো ক্লাবের জন্য যে অবদান রেখেছেন সেজন্য তাঁর ধন্যবাদ প্রাপ্য। তিনি তরুণদের কাছেও নিজেকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত করেছেন। কিন্তু এরপর তাঁকে ছাড়াই আমাদের এগোতে হবে।

ম্যান সিটি পিছু হঠল

ম্যান সিটি পিছু হঠল

তবে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেসের সঙ্গে কথাবার্তা এগোলেও চুক্তি এখনও হয়নি বলেই দাবি ম্যান সিটির। ক্রিশ্চিয়ানোকে ছাড়তে তুরিনের ক্লাব জুভেন্তাস ৩৪ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে। যদিও ম্যান সিটি আবার ট্রান্সফার ফি দিতে রাজি নয়। এরই মধ্যে আজ সাংবাদিকদের ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়ে দেন, সের্হিও আগুয়েরোকে ছা়ড়াও যে দল রয়েছে তা নিয়ে আমি যথেষ্ট খুশি। এই দলই থাকবে। পেপের কথাতেই স্পষ্ট রোনাল্ডোকে নেওয়ার ব্যাপারে পিছু হঠেছে সিটি।

দৌড়ে হঠাৎ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!

দৌড়ে হঠাৎ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলসজায়েরের কথায় সিআর সেভেনের পুরানো দলে ফেরার ইঙ্গিত মিলেছে। ম্যান ইউ বস বলেছেন, আমি বেশি জল্পনায় আগ্রহী নই। ক্রিশ্চিয়ানো এই ক্লাবের একজন কিংবদন্তি। তিনি সর্বকালের সেরা ফুটবলার। মানুষ হিসেবেও তিনি ভালো। ফলে দেখা যাক কী হয়। তাঁর সঙ্গে যাঁরা আগে খেলেছেন সকলেই তাঁকে ভালোবাসেন। তাঁর এই কথাতেই মনে করা হচ্ছে, পুরানো ক্লাবেও ফিরতে পারেন রোনাল্ডো।২০০৩ থেকে ২০০৯ সাল অবধি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন রোনাল্ডো। ২০০৮ সালে ব্যালন ডি'অর জেতার পাশাপাশি রেড ডেভিলদের হয়ে আটটি মেজর ট্রফি জয়ের স্বাদ সিআর সেভেন। ম্যান ইউ ছে়ড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন রোনাল্ডো, ৮০ মিলিয়ন পাউন্ড বা ১০৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্তাসে যান রোনাল্ডো। তখন তাঁর দর ওঠে ১০০ মিলিয়ন পাউন্ড বা ১১৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। জুভেন্তাসের হয়ে ১০১টি গোল করেছেন। দুবার লিগ খেতাব জিতেছেন, একবার কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। রিয়ালেই রোনাল্ডোর সাফল্য সবচেয়ে উল্লেখযোগ্য। চারবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বাদ পেয়েছেন, দুবার লা লিগা খেতাব জিতেছেন। সব টুর্নামেন্ট মিলিয়ে গোল করেছেন সাড়ে চারশো।

English summary
Cristiano Ronaldo Has Told Juventus That He Wants To Leave. CR7 May Join Manchester United.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X