For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউটাকে কেন্দ্র করে বাগানের গোষ্ঠীদ্বন্দ্বী প্রকাশ্যে

ফের প্রকাশ্যে মোহনবাগানের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার গোষ্ঠীদ্বন্দ্বের কেন্দ্রে বাগানের চতুর্থ বিদেশী ইউটা কিনোয়াকি।

Google Oneindia Bengali News

ফের প্রকাশ্যে মোহনবাগানের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার গোষ্ঠীদ্বন্দ্বের কেন্দ্রে বাগানের চতুর্থ বিদেশী ইউটা কিনোয়াকি। চতুর্থ বিদেশীর খোঁজে মোহনবাগানের বর্তমান ফুটবল সচিব বাবুন ব্যানার্জী যখন নাজেহাল, তখন সচিব অঞ্জন মিত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রাক্তন অর্থ সচিব দেবাশিস দত্ত।

ইউটাকে কেন্দ্র করে বাগানের গোষ্ঠীদ্বন্দ্বী প্রকাশ্যে

অঞ্জন মিত্রের সঙ্গে কথা বলে তিনিই ঠিক করেন ১ সেপ্টেম্বর থেকে ইউটার সঙ্গে চুক্তি থাকলেও দশ দিন আগে শহরে ইউটাকে নিয়ে আসার ব্যবস্থা করবেন তিনি। শুধু চুক্তির টাকার সঙ্গে বাড়তি দশ দিনের টাকা জুড়ে দিলেই চলবে। ডিডি-কে গ্রীন সিগন্যালও দিয়ে দেন বাগান সচিব।

কিন্তু রবিবার জর্জ টেলিগ্রফ ম্যাচের পর বাগানের ফুটবল সচিব স্পষ্টই বলেন, 'ইউটার এজেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে আমরা। ও কোনও ভাবেই কলকাতা লিগে খেলতে রাজি নয়।' মোহন ফুটবল সচিবের এই মন্তব্য থেকেই পরিস্কার অর্থ সচিবের দেওয়া প্রতিস্রুতিকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি, এবং পরক্ষে এটাও বুঝিয়ে দিলেন দেবাশিসের প্রতিস্রুতি সম্পূর্ণ ভিত্তিহীন।

যদিও বাবুনের মন্তব্যের পরও নিজের মন্তব্যেই অনড় বাগানের ডিডি। ম্যাচ শেষে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেন তিনি বলেন, 'কে কী মন্তব্য করল, তা নিয়ে আমি একটাও শব্দ খরচ করতে চাই না। শনিবার যে কথা বলেছিলাম আজও একই কথাই বলব। কলকাতা লিগেই দেখা যাবে ইউটাকে। এবং তা প্রমাণ হয়ে যাবে আগামী কয়েক দিনের মধ্যে'।

বাগান সচিব অঞ্জন মিত্রও জানান, কে কোনও ফুটবলার আনছে সেটা বড় বিষয় নয়, মোহনবাগানে ভাল ফুটবলার আসাটাই জরুরি এবং এতেই ক্লাবের পক্ষে মঙ্গল।

English summary
Once again group conflict of Mohun Bagan comes in front of media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X