For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটারি ছাড়াই মোবাইল ফোন, এমনও কি হতে পারে

ব্যাটারি ছাড়াই মোবাইল ফোনের আবিষ্কারের দাবি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। রেডিও সিগন্যাল, সূর্যরশ্মি এবং নিজের কণ্ঠস্বর দিয়েই মোবাইল ফোনটির চার্জ হয়ে যাবে। দাবি গবেষকদের

  • |
Google Oneindia Bengali News

বেশির ভাগ লোকেরই হাতে এখন স্মার্ট ফোন। সে যে দামেরই হোক না কেন। আর যেখানে সেখানে চার্জ দেওয়ার জন্য হরেক রকমের পাওয়ার ব্যাঙ্কও রয়েছে বাজারে। বর্তমানে যে সব স্মার্টফোন বাজারে আসছে সেগুলির ব্যাটারি আবার 'নন রিম্যুভাল'।[আরও পড়ুন:রাস্তাঘাটে গোমাংস খুঁজে বের করতে কী করবে মহারাষ্ট্র পুলিশ, জানলে অবাক হবেন]

কিন্তু যদি এই রকম হয় যে, স্মার্টফোনে ব্যাটারি লাগবে না। তাহলে চার্জার, পাওয়ার ব্যাঙ্ক-এই সব কিছুর ঝামেলা একেবারে থাকে না।[আরও পড়ুন:আরও ১০টি অনুরূপ পৃথিবীর সন্ধান নাসার, মিলবে কি প্রাণের সন্ধান!]

ব্যাটারি ছাড়াই মোবাইল ফোন, এমনও কি হতে পারে

এইরকমই একটি ঝামেলা বিহীন ফোনের আবিষ্কার করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের দাবি, রেডিও সিগন্যাল, সূর্যরশ্মি এবং নিজের কণ্ঠস্বর দিয়েই মোবাইল ফোনটির প্রয়োজনীয় চার্জ হয়ে যাবে। অর্থাৎ মোবাইল ফোনটির জন্য কোনও ব্যাটারির প্রয়োজন হবে না।[আরও পড়ুন:ব্লাড গ্রুপ থেকে ফোন কলের লিস্ট, আপনার সব তথ্য মিলবে এক জায়গায়!]

কম্পিউটার বিজ্ঞানী এবং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারদের নিয়ে গবেষকদের এই দল। দলে রয়েছেন ভারতীয়রাও। মোবাইলের ব্য়াটারি নিয়ে সমস্যার জেরেই আবিষ্কারের কথা জানিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যানালগ সিস্টেমে এই ফোনের চার্জিং চলবে। ফোনের ওপর সৌর প্যানেলেরও ক্ষুদ্র অংশ থাকছে। অন্যদিকে, কণ্ঠস্বর থেকে অ্যানালগ সিগন্যালেই ফোনে চার্জ হবে।

ব্যাটারি ছাড়াই মোবাইল ফোন, এমনও কি হতে পারে

এধরনের ফোন বাজারে কবে আসবে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

English summary
university of washington researchers, invented cell phone without battery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X