For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের কোন এলাকা বেশি ভূমিকম্প প্রবণ, আপনার এলাকা কি তাতে পড়ে? জানাবে নতুন অ্যাপ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : ভারতের প্রায় ৫৯ শতাংশ এলাকা মাঝারি থেকে অতি মাত্রায় ভূমিকম্প প্রবণ বলে জানা গিয়েছে। ভূকম্পীয় এলাকা বা সিসমিক জোনের নয়া মানচিত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এমনকী এটাও জানা গিয়েছে, দেশের সবমিলিয়ে ৯৫ শতাংশ বাড়িই বিভিন্ন মাত্রায় ভূমিকম্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম। [ভূমিকম্প সম্পর্কে চমকে দেওয়া এই তথ্যগুলি কি আপনার জানা?]

অর্থাৎ মাঝারি অথবা অতি কম্পনে দেশের মোট ৩০ কোটি ৪০ লক্ষ বাড়ির মধ্যে সিংহভাগই ভেঙে পড়তে পারে যেকোনও সময়। আগামী কিছুমাসের মধ্যেই মোবাইল থেকে আপনি ঘরে বসেই সিসমিক জোন মানচিত্রে চোখ বুলিয়ে জেনে নিচে পারবেন, আপনার বাড়ি বা অফিস ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে কিনা। [বাংলাদেশের মাটির নিচে তৈরি 'ফল্ট লাইন', ভূমিকম্পে নিশ্চিহ্ন হতে পারে পূর্ব ভারত]

ভারতের কোন এলাকা বেশি ভূমিকম্প প্রবণ? জানাবে নতুন অ্যাপ

কেন্দ্রের তরফে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ) ও বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি প্রোমোশন কাউন্সিল (বিএমটিপিসি) এই মানচিত্র তৈরির দায়িত্বে রয়েছে বলে জানা গিয়েছে। ['গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা]

জানা গিয়েছে, একেবারে ব্লক স্তর পর্যন্ত খুঁটিনাটি তথ্য এই মানচিত্রের মাধ্যমে জানতে পারা যাবে। এটি একটি ডিজিট্যাল মানচিত্র হবে এবং একটি অ্যাপের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক ভূমিকম্প সংক্রান্ত নানা তথ্য জানতে পেরে উপকৃত হবেন। [চ্যুতি রেখার ঠিক উপরেই অবস্থান কলকাতার, ভূকম্পনের কবলে পড়ে যেকোনও সময়ে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে]

কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এই মানচিত্র সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই ব্যবস্থা যেমন প্রশাসনকে সজাগ রাখতে সাহায্য করবে, তেমনই আমজনতাও অ্যাপের মাধ্যমে সচেতন থাকতে পারবেন। এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণ কমতে পারে বলেও তিনি দাবি করেছেন।

English summary
Half of India vulnerable to moderate to severe quakes, New apps coming
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X