For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিল ফুল দিবসের ইতিহাস ও মজার তথ্য একনজরে

এপ্রিল ফুল দিবস নিয়ে প্রতিবারই নানা মজার ঘটনা প্রত্যেকের জীবনে ঘটে। এই মজার দিনটির একটি ইতিহাস রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এপ্রিল ফুল দিবস নিয়ে প্রতিবারই নানা মজার ঘটনা প্রত্যেকের জীবনে ঘটে। অনেকে বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে মজা করেন, বোকা বানান। সবমিলিয়ে দিনটি বেশ মজার হয়ে ওঠে। এই মজার দিনটির একটি ইতিহাস রয়েছে। সেটাও বেশ চমকপ্রদ নিঃসন্দেহে। একনজরে জেনে নেওয়া যাক সেটি।

ইতিহাস

ইতিহাস

অনেক বিশেষজ্ঞ মনে করেন এপ্রিল ফুল ডে শুরু হয়েছিল ফ্রান্সে। তবে একেবারে নিশ্চিতভাবে কেউ বলতে পারেন না। ষোড়শ শতকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হতে ১ এপ্রিল থেকে নতুন বছর ১ জানুয়ারিতে বদলে যায়। তখন থেকেই এপ্রিল ফুল ডে সম্ভবত চালু হয়েছে। যারা এপ্রিলের ১ তারিখ নতুন বছর উদযাপন করতেন তাদের বোকা বানানো শুরু হয়েছিল।

বোকা বানানোর প্রথা

বোকা বানানোর প্রথা

ফ্রান্সে ছোট ছেলেমেয়েরা বন্ধুদের বোকা বানানো শুরু করে। স্কটল্যান্ডেও এই প্রথা চালু হয়ে যায়। সেখানে আবার দুদিন ধরে এই প্রথা চলে। এদিকে ইংল্যান্ড ও কানাডায় এপ্রিলের ১ তারিখেই একে অপরকে বোকা বানানোর প্রথা চলে।

বিবিসি-র মজা

বিবিসি-র মজা

বিবিসি নিউজ নানা সময়ে এপ্রিল ফুল ডে নিয়ে মজা করেছে। সবচেয়ে হইচই হয় ২০০৮ সালে। সেবার বলা হয়, পেঙ্গুইনরা আন্টার্কটিকায় উড়তে শিখে গিয়েছে। উড়ে দক্ষিণ আমেরিকার জঙ্গলে উড়ে গিয়েছে। যা নিয়ে বেশ মজা হয়েছিল।

মর্মান্তিক ঘটনা

মর্মান্তিক ঘটনা

১৯৪৫ সালে এপ্রিল ফুল দিবসের দিন প্যাসিফিক দ্বীপে সুনামি হবে বলে ঘোষণা হয়। তবে কেউ সেই খবর বিশ্বাস করেননি। সকলে সেটা মজা বলে ধরে নেন। যার ফলে অনেকে ক্ষয়ক্ষতির মুখে পড়েন।

English summary
April Fools day 2018 : Look back at history and know the facts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X