For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় এ দলের ট্রেনিং সূচি থেকে বাদ ইয়ো-ইয়ো টেস্ট, কিন্তু কেন?

ভারতীয় এ দলের ট্রেনিং সূচি থেকে বাদ ইয়ো-ইয়ো টেস্ট, কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত ইয়ো-ইয়ো ফিটনেস টেস্ট নিয়ে অভিযোগ জানিয়েছেন লেজেন্ড যুবরাজ সিং সহ দেশের বহু ক্রিকেটার। এই ট্রেনিং বন্ধ করার দাবি ওঠে একাধিকবার। যদিও বিতর্কের মধ্যেই সবাইকে অবাক করে ইয়ো-ইয়ো টেস্টের পক্ষেই মত দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী। এরপরেও ভারতীয় এ দল, নিজেদের ট্রেনিং সূচি থেকে এই টেস্ট বাদ দেওয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

ভারতীয় এ দলের ট্রেনিং সূচি থেকে বাদ ইয়ো-ইয়ো টেস্ট, কিন্তু কেন?

এক সূত্রের তরফে জানানো হয়েছে, ভারতীয় এ দলের ফিটনেস সেট আপে ইয়ো-ইয়ো টেস্ট রাখা হয়নি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দলের ফিল্ডিং কোচ অভয় শর্মা বলেন, এ ব্যাপারে তিনি কোনও উত্তর দিতে পারবেন না। যেহেতু বিষয়টি দলের ট্রেনারের, তাই তাতে হস্তক্ষেপ করা তাঁর সাজে না বলেই জানিয়েছেন ভারতীয় এ দলের ফিল্ডিং কোচ।

বিষয়টি বিসিসিআই-র কান পর্যন্ত পৌঁছতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তারা বিষয়টির ওপর নজর রাখছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে ভারতীয় এ দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারে বিসিসিআই। বোর্ডের এক কর্তার বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো পারফর্ম করার ক্ষেত্রে ক্রিকেটারের ফিটনেস উচ্চমানের থাকা প্রয়োজন। টিম ইন্ডিয়ার এ শিবির সিনিয়রদের দলে অন্তর্ভূক্ত হওয়ার চূড়ান্ত সোপান। স্বাভাবিক ভাবেই এই পর্যায়তে ক্রিকেটারদের ফিটনেস বিশ্বমানের হওয়া প্রয়োজন বলে দাবি বোর্ডের এক কর্তার।

উল্লেখ্য দেশের ক্রিকেটীয় লেজেন্ড রাহুল দ্রাবিড় ভারতীয় এ ও অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ থাকার সময় ইয়ো-ইয়ো টেস্ট অন্তর্ভূক্ত করতে অস্বীকার করেছিলেন। তবে দেশের সিনিরয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী তাতে রাজি হওয়ায় টিম ইন্ডিয়ায় এই ট্রেনিং দস্তুরে পরিণত হয়।

English summary
Why India A not accept Yo-Yo test despite hard rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X