For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁদের সংবিধান সংস্কারের জন্যই বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ, বললেন লোধা

তাঁদের সংবিধান সংস্কারের জন্যই বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ, বললেন লোধা

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট মনোনিত তাঁর নেতৃত্বাধীন প্যানেল রচিত বিসিসিআই-র নতুন সংবিধান সংশোধনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা। বিসিসিআই সভাপতি ও তাঁর দলের এই পদক্ষেপকে দুর্ভাগ্যজনক বলেও আখ্যা দিয়েছেন তিনি।

লোধা প্যানেলের সংবিধান

লোধা প্যানেলের সংবিধান

মাত্রাতিরিক্ত দুর্নীতিতে জর্জরিত বিসিসিআই-কে নিয়ন্ত্রণ করতে ময়দানে নামে দেশের সুপ্রিম কোর্ট। আদালত মনোনিত প্রাক্তন বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য নতুন সংবিধান রচনা করে। তাতে বলা হয়, কোনও ব্যক্তি বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার কোনও পদে পরপর দুই বার আসীন হলে তাঁকে বাধ্যতামূলক ভাবে তিন বছরের জন্য বিরাম নিতে হবে।

সৌরভদের সমস্য়া

সৌরভদের সমস্য়া

২০১৫ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ওই একই পদে ফের নির্বাচিত হন মহারাজ। এরপর বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হওয়ায়, লোধা প্যানেলের সংবিধান অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিন বছরের বাধ্যতামূলক বিরাম নেওয়ার কথা। অর্থাৎ বিসিসিআই-র সভাপতি পদে আর ৯ মাস আসীন থাকতে পারবেন মহারাজ। একই সমস্যার মুখে পড়তে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ।

সংবিধান সংশোধন

সংবিধান সংশোধন

গত পয়লা ডিসেম্বর বিসিসিআই-র ৮৮তম সাধারণ সভায় লোধা প্যানেলের রচিত সংবিধান সংশোধনের প্রস্তাব গৃহীত হয়। পুরনো নিয়মের পরিবর্তে তাতে বলা হয়েছে, কোনও ব্যক্তি শুধু বোর্ডের (রাজ্য ক্রিকেট সংস্থা নয়) পদে দুই বার নির্বাচিত হলে পরের দফায় তিনি আর ভোটে লড়তে পারবেন না।

সৌরভদের সুবিধা

সৌরভদের সুবিধা

লোধা প্যানেলের সংবিধান সংশোধন হলে পরপর দুটি টার্ম অর্থাৎ ২০২৪ পর্যন্ত বিসিসিআই সভাপতি থেকে যেতে পারেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। দায়িত্ব নিয়েই দেশে প্রথমবার গোলাপি বলে টেস্ট সফলভাবে আয়োজন করে দেখানো মহারাজের কাঁধে ভর করে এগোতে চাইছে দেশের ক্রিকেটও।

দুর্ভাগ্যজনক

দুর্ভাগ্যজনক

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই-র এই আচরণ দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা। বললেন, তাঁদের রচিত সংবিধান সংশোধনের অর্থ সুপ্রিম কোর্টকে অপমান করা। কারণ গোটা বিষয়টি শীর্ষ আদালতের তত্ত্বাবধানে হয়েছে বলেও স্মরণ করিয়েছেন আরএম লোধা।

তাঁদের জন্য সভাপতি সৌরভ!

তাঁদের জন্য সভাপতি সৌরভ!

দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধার কথায়, ভারতীয় ক্রিকেট বোর্ডকে যেভাবে ঘিরে ধরেছিল দুর্নীতি, তাতে কোনও প্রাক্তন ক্রিকেটারের পক্ষে বিসিসিআই-র মাথায় বসা সম্ভব ছিল না। তাঁর নেতৃত্বাধীন প্যানেল বিসিসিআই-র সংবিধান সংশোধন করেছেন বলেই সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের মাথায় বসতে পেরেছেন বলে দাবি আরএম লোধার।

English summary
Unfortunate to belive Sourav Ganguly wants reforms in BCCI constitution, says Lodha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X