For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলের এই তারকার বলা একটা কথাই চাপ কাটিয়ে দিয়েছিল ভেঙ্কটেশের, তাঁকে কোন কথা বলেছিলেন এই তারকা?

ভারতীয় দলের এই তারকার বলা একটা কথাই চাপ কাটিয়ে দিয়েছিল ভেঙ্কটেশের, তাঁকে কোন কথা বলেছিলেন এই তারকা?

Google Oneindia Bengali News

আট মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে প্রতিটা ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখে নিতে চাইছেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ টুর্নামেন্টে ৩-০ ব্যবধানে জেতার পাশাপাশি ক্রিকেটাররা কে কী রকম পরিস্থিতিতে রয়েছে তা দেখে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের এই তারকার বলা একটা কথাই চাপ কাটিয়ে দিয়েছিল ভেঙ্কটেশের, তাঁকে কোন কথা বলেছিলেন এই তারকা?

রবি বিষ্ণোই ছাড়া টি-২০ ক্রিকেটে যিনি সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁর নাম ভেঙ্কটেশ আইয়ার। আইপিএল-এ ওপেনার হিসেবে খেললেও, দেশের হয়ে ছয় নম্বরে ফিনিশারের দায়িত্ব দেওয়া হয়েছিল ভেঙ্কটেশকে এবং সেটা বেশ ভাল মতোই পালন করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার। তিন ম্যাচে ইনিংসের ঠিক শেষের দিকে ব্যাটিং করতে নেমে তাঁর সংগ্রহ ৯২ রান। আইয়ারের ঝুলিতে শেষ ম্যাচে এসেছে দুইটি উইকেটও। তাঁর স্ট্রাইক রেট ১৮৪।

জাতীয় দলে তরুণ হলেও সতীর্থরা সব সময়ে পাশে থাকায় তাঁর কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিন সম্প্রচারকারী সংস্থাকে ভেঙ্কটেশ বলেছেন, "আমি যখন ব্যাটিং করতে আসি তখন সূর্যকুমার আমায় প্রথম যে কথাটা বলেছিল তা হল-'আজ এক ওর ওপারচ্যুনিটি হ্যায়।' যদিও সর্যও তার কিছু আগেই ক্রিজে এসেছিল। এটাই প্রয়োজন, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকছে। এক জন সিনিয়র যখন এমনটা বলে তখন আর চাপটাকে চাপ লাগে না, তা অনেক বেশি আত্মবিশ্বাস জোগায়। ও সেই রকম একজন মানুষ যাঁকে ড্রেসিংরুমে প্রত্যেকেই পছন্দ করে। ওর সঙ্গে রসায়ানটা দারুণ (প্রত্যেকের)। নন-স্ট্রাইকার এন্ড থেকে ওর ব্যাটিং আমি উপভোগ করছিলাম।"

ঘরোয়া ক্রিকেটে বড় নাম সূর্যকুমার যাদব। আইপিএল সার্কিটেও নিজের দক্ষতার প্রমাণ একের পর এক ম্যাচে রেখেছেন সূর্য। তবে, ভারতীয় দলে এখনও পাকাপাকি জায়গা করে নিতে পারেননি সূর্যকুমার। এখনও পর্যন্ত ভারতের হয়ে সাতটি এক দিনের ম্যাচ এবং ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন এই মুম্বইকর।

সূর্যকুমার এবং ভেঙ্কটেশের ৯১ রানের পার্টনারশিপের ফলেই টি-২০ সিরিজের শেষ ম্যাচে পর পর উইকেট হারিয়েও স্কোর বোর্ডে ১৮৪ রান তুলতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ৩১ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাচের সেরা সূর্যকুমার। ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে ১৯ বলে অপরাজিত ৩৫ রানের দুর্ধর্ষ ইনিংস।

English summary
Youngster in India team Venkatesh Iyer said Suryakumar Yadav made him feel at home in the middle during their 91-run stand that helped India post 184 despite a middle-order failure on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X