For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টি ২০ বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা সানির নাপসন্দ! আজহার-বেঙ্গসরকারকে কোন আহ্বান গাভাসকরের?

  • |
Google Oneindia Bengali News

ভারতের টি ২০ বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে। তা নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত জানাচ্ছেন। ঘোষিত দলে কে থাকলে আরও ভালো হতো, কার জায়গায় কাকে খেলানো উচিত ছিল সে নিয়েই চলছে নানাবিধ চর্চা। সোশ্যাল মিডিয়াও তা নিয়ে সরগরম। যদিও সুনীল গাভাসকর এই দল নিয়ে চর্চা বন্ধ করে রোহিত-ব্রিগেডকে সমর্থনের জন্যই সকলকে আহ্বান জানালেন।

আজ্জুর পছন্দ

ভারতের টি ২০ বিশ্বকাপ দল ঘোষণার পরেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন টুইটে লিখেছিলেন, বিশ্বকাপের দলে শ্রেয়স আইয়ার ও মহম্মদ শামিকে দেখতে না পেরে তিনি অবাক। দীপক হুডার জায়গায় শ্রেয়স আইয়ার এবং হর্ষল প্যাটেলের জায়গায় এই দলে মহম্মদ শামিই যে তাঁর পছন্দ, সে কথা জানিয়ে দেন আজ্জু।

বেঙ্গসরকারের তিন ক্রিকেটার

বেঙ্গসরকারের তিন ক্রিকেটার

এরপর একটি সর্বভারতীয় দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আরেক প্রাক্তন ভারত অধিনায়ক তথা জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকার বলেন, আমি দল বাছাইয়ের দায়িত্বে থাকলে টি ২০ বিশ্বকাপে মহম্মদ শামি, উমরান মালিক ও শুভমান গিলকে রাখতাম। তাঁরা সকলেই আইপিএলে ভালো খেলেছেন। টি ২০ বিশ্বকাপের আগে তাঁদের টানা টি ২০ আন্তর্জাতিকে খেলাতেন বলেও জানান ভারতীয় ক্রিকেটের কর্নেল।

সরব সানি

সরব সানি

বেঙ্গসরকার যে সংবাদমাধ্যমে নিজের মতামত জানিয়েছিলেন সেখানেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। যেভাবে ভারতের দলের দুর্বলতা ও নির্বাচনের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা হয়েছে তাতে খুশি নন সানি। ফলে আজহার ও বেঙ্গসরকারের ভূমিকা তাঁর একেবারেই পছন্দ হয়নি। গাভাসকর বলেছেন, প্রত্যেক দলেরই ভাগ্যের সহায়তা দরকার হয়। আমার মতে, সেটা পেলে এই দলই কাপ নিয়ে দেশে ফিরবে। যখন দল গঠন হয়ে গিয়েছে তখন এটা আমাদের সকলের ভারতীয় দল। সকলেরই উচিত এই দলের প্রতি সমর্থন জানানো। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। কে বাদ পড়লেন তা নিয়ে চর্চারও দরকার নেই। কেন না, এতে অনেক ক্রিকেটারের নিরুৎসাহিত হয়ে পড়ার আশঙ্কা থাকে।

খরা মিটবে?

রোহিত শর্মার ভারত ২৩ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ অভিযান শুরু করবে। এই প্রথম রোহিত কোনও বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন। ২০১৩ সালে শেষবার ভারত কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপ, ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। বিরাট কোহলি অধিনায়ক হিসেবে ভারতকে কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন করাতে পারেননি। রোহিত শর্মা সেই দীর্ঘ খরা মেটাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

মোহালিতে নামার আগে স্বস্তিতে রোহিতের ভারত, ফিঞ্চের অস্ট্রেলিয়াকে উদ্বেগে রাখবে পরিসংখ্যানমোহালিতে নামার আগে স্বস্তিতে রোহিতের ভারত, ফিঞ্চের অস্ট্রেলিয়াকে উদ্বেগে রাখবে পরিসংখ্যান

English summary
Sunil Gavaskar Is Unhappy Over Azhar And Vengsarkar's Comments Regarding India's T20 WC Team Selection. He Urges Them To Back The Selected Indian Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X