For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুবরাজের নাচ, রায়না-পাঠানের গান! সচিনের ইন্ডিয়া লেজেন্ডসের ফুরফুরে মেজাজের দৃশ্য ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

কানপুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। কাল গ্রিন পার্ক স্টেডিয়ামে ইন্ডিয়া লেজেন্ডস খেলবে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে। সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ভারতের প্রাক্তনীরা প্রথম ম্যাচে ৬১ রানে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তনদের দলকে। অন্যদিকে, বাংলাদেশের প্রাক্তনীদের হারিয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। এই ম্যাচে নামার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল সচিনের দলকে।

যুবরাজের নাচ, রায়না-পাঠানের গান ভাইরাল

(ছবি- যুবরাজ সিংয়ের ইনস্টাগ্রাম)

যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল। এতে দেখা গিয়েছে একের পর এক হিন্দি গানে নাচছেন যুবরাজ সিং। যা ক্যামেরাবন্দি করে রাখছেন খোদ সচিন তেন্ডুলকর। সুরেশ রায়না ও ইরফান পাঠানকে গান গাইতেও শোনা গিয়েছে। যুবরাজ এই ভিডিও পোস্ট করে লিখেছেন, দুই কিংবদন্তি গায়ক ইরফান পাঠান ও সুরেশ রায়নার সঙ্গে মজা করছি।

ভিডিওটিতে সচিনের পাশাপাশি দেখা গিয়েছে মুনাফ প্যাটেল, মনপ্রীত গোনি, প্রজ্ঞান ওঝাদের। এই ভিডিওটি দেখে ইরফান পাঠান মন্তব্য করেছেন। তিনি যুবরাজ সিংকে সবচেয়ে দামি চিয়ারলিডার বলে অভিহিত করেছেন। এই রাতটা তাঁরা সকলে মিলে যে দারুণ উপভোগ করেছেন সেটাও জানাতে ভোলেননি পাঠান। যুবির পোস্টে কমেন্টের বন্যা বইছে। সকলেই পছন্দের ক্রিকেটারদের অন্য মুডে দেখে দারুণ খুশি।

প্রথম ম্যাচে সচিন তেন্ডুলকর বড় রান না পেলেও তাঁর ব্যাটে পুরানো দিনের ঝলক দেখা গিয়েছে। রায়না, ইউসুফ পাঠান, স্টুয়ার্ট বিনিরা ঝোড়ো ইনিংস খেলে মাতিয়েছেন। ইরফান পাঠানের স্যুইং দেখে তাঁকে অনেক ক্রিকেট-ভক্ত বলেছেন, জাতীয় দলের অনেক বোলারের চেয়েও ইরফান এখনও ভালো বোলিং করেন। মনপ্রীত গোনি, মুনাফ প্যাটেলের উপর যেখানে পেস আক্রমণ নির্ভরশীল, সেখানে প্রজ্ঞান ওঝা, রাহুল শর্মাদের স্পিনের উপর ভরসা করতে হচ্ছে সচিনের দলকে। প্রথম রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে ইন্ডিয়া লেজেন্ডস ১২ রানে হারিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে এবার ব্রায়ান লারা নেতৃত্ব দিচ্ছেন না। অধিনায়ক ডোয়েইন স্মিথ প্রথম ম্যাচে অর্ধশতরান করেছেন। কৃষমার সানটোকি, ড্যারেন পাওয়েল রয়েছেন জোরে বোলিংয়ের জন্য। ভারতের প্রাক্তনীরা ডেভ মহম্মদ, দেবেন্দ্র বিশু ও সুলেমান বেনের স্পিন কেমন সামলান সেটাও দেখার।

এদিকে, আজ ইংল্যান্ড লেজেন্ডসকে চূর্ণ করেছে শ্রীলঙ্কা লেজেন্ডস। ইয়ান বেলের নেতৃত্বাধীন ইংল্যান্ডের প্রাক্তনীরা প্রথমে তোলেন ১৯ ওভারে ৭৮ রান। ৪ ওভারে ২টি মেডেন-সহ ৩রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সনৎ জয়সূর্য। জবাবে তিলকরত্নে দিলশানের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা লেজেন্ডস ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

English summary
Sachin Tendulkar Enjoys Yuvraj Singh's Dance. Raina And Irfan Showed Off Their Singing Skills At Team Hotel Ahead Of India Legends vs West Indies Legends Game In Road Safety World Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X