For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইট

দুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইট

Google Oneindia Bengali News

মরাত্মক বিপর্যয়ের কবল থেকে রক্ষা পেয়েছেন ঋষভ পন্থ। বিভৎস গাড়ি দুর্ঘটনায় ৩০ ডিসেম্বর মারাত্মক রকম আহত হন ঋষভ। দিল্লি- দেরাদুন হাইওয়েতে মহম্মদপুর জাটের সামনে ভারতীয় উইকেটরক্ষকের গাড়ি ধাক্কা মারে ডিফাইডারে এবং তাতে আগুন ধরে যায়। কোনও ভাবে গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে প্রাণে বাঁচেন তরুণ উইকেটরক্ষক। তাঁকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করেন সুশীল মান।

দুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইট

সেই সময়ে রাস্তার পাশেই ছিলেন সুশীল। তিনি তড়িঘড়ি পৌঁছে যান ঋষভের কাছে এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সুশীল মানকে সম্মানিত করার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ডের সরকার। বেশ কয়েকদিন রুরকির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কাটানোর পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঋষভ পন্থকে নিয়ে আসা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই বিসিসিআই-এর নিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এবং বিসিসিআই-এর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।

দীর্ঘ দিন পর সামাজিক মাধ্যমে এই দিন অ্যাকটিভ হয়েছিলেন ঋষভ পন্থ। টুইটারে অ্যাকটিভ হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামণা করা অসংখ্য অনুরাগী, ভক্তদের উদ্দেশ্যে তিনি সম্মানজ্ঞান করেছেন এবং জানিয়েছেন তিনি কতৃজ্ঞ এই ভালবাসা পেয়ে। পন্থ জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে এবং রিকভারির প্রক্রিয়া শুরু হয়েছে। টুইটারে ঋষভ পন্থ লিখেছেন, "আমি বিনীত এবং কৃতজ্ঞ সমস্ত রকম সহযোগিতা এবং শুভ কামনার জন্য। আমি আপনাদের জানাতে চাই যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার পথ এখন থেকে শুরু হল এবং আগামী দিনে যে যে প্রতিবন্ধকতা আসবে তার জন্য আমি তৈরি। বিসিসিআই এবং জয় শাহ এবং সরকারী সংস্থাগুলিকে ধন্যবাদ অসাধারণ ভাবে সহযোগীতা করার জন্য।"

আইপিএল ২০২৩-এ ঋষভ পন্থকে খেলতে দেখার কোনও সুযোগ নেই। প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,সম্ভবত আঠারো মাস খেলার মধ্যে ফিরতে পারবেন না পন্থ। পাশাপাশি জানিয়েছে, আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না পন্থ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকায় বর্তমানে রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

English summary
Rishabh Pant tweets for the first time after injured in a massive car accident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X