For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাথাম-কনওয়ের যুগলবন্দি ও বোল্টের দাপটে বড় হারের মুখে বাংলাদেশ, কোন কোন নজির নিউজিল্যান্ডের?

  • |
Google Oneindia Bengali News

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জিতলেও নিউজিল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা হচ্ছে না বাংলাদেশের। ক্রাইস্টচার্চে বড় পরাজয়ের সম্মুখীন হতে চলেছে মোমিনুল হকের দল। ৬ উইকেটে ৫২১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর বাংলাদেশের প্রথম ইনিংস আজ গুটিয়ে গিয়েছে ৪১.২ ওভারে মাত্র ১২৬ রানে। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড এগিয়ে ৩৯৫ রানে। বাংলাদেশকে ফলো অন করালে তৃতীয় দিন বা খুব বেশি হলে চতুর্থ দিনেই জয় ছিনিয়ে নেবে টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা।

পরাজয়ের সামনে বাংলাদেশ

প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৩৪৯। টম লাথাম ১৮৬ ও ডেভন কনওয়ে ৯৯ রানে অপরাজিত ছিলেন। কেরিয়ারের পঞ্চম টেস্টে তৃতীয় শতরান তথা দেশের মাটিতে টানা দ্বিতীয় শতরান কনওয়ে পূর্ণ করেন ১৪৯ বলে। লাথামের দ্বিশতরান পূর্ণ হয় ৩০৫ বলে। মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৪২৩। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ইনিংস ডিক্লেয়ারের পর চা বিরতিতে বাংলাদেশের স্কোর ছিল ১১ ওভারে ৪ উইকেটে ২৭। এরপর ১২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

ব্যাটিং যুগলবন্দি

দ্বিতীয় উইকেট জুটিতে লাথাম ও কনওয়ে যোগ করেন ২১৫ রান, ৩৬৩ রানের মাথায় পড়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট। ১৬৬ বলে ১০৯ রান করে রান আউট হন কনওয়ে। কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলর ৩৯ বলে ২৮ রান করে এবাদত হোসেনের শিকার হন। টেলরকে গার্ড অব অনার দেন বাংলাদেশের ক্রিকেটাররা। হেনরি নিকোলস শূন্য ও ড্যারিল মিচেল তিন রানে আউট হন। তবে টম ব্লান্ডেল ৬০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে ৩৭৩ বলে সর্বাধিক ২৫২ রান করেন অধিনায়ক টম লাথাম। ৫৫২ মিনিট ক্রিজে থেকেছেন, তাঁর ইনিংসে রয়েছে ৩৪টি চার ও ২টি ছয়।

বেকায়দায় বাংলাদেশ

নিউজিল্যান্ড প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর খেলতে নেমে ৬.১ ওভারে ১১ রানে বাংলাদেশের চার উইকেট পড়ে যায়। অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন ১১.২ ওভারে ২৭ রানের মাথায়। ছয় ও সাত নম্বর ব্যাটার ইয়াসির আলি ৫৫ ও উইকেটকিপার নুরুল হাসান ৪১ রান করে কিছুটা মানরক্ষা করেন। এই দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের রান পেরোতে পারেননি। ট্রেন্ট বোল্ট ১৩.২ ওভারে তিনটি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। ২৮ রানে তিন উইকেট দখল করেন টিম সাউদি। কাইল জেমিসন নেন ২টি উইকেট।

লাথামের নজির

লাথামের নজির

টম লাথাম কিউয়ি অধিনায়ক হিসেবে টেস্টে ইনিংস ওপেন করে সর্বাধিক রান করে ভাঙলেন গ্রাহাম ডাউলিংয়ের রেকর্ড। ডাউলিং ১৯৬৮ সালে ভারতের বিরুদ্ধে করেছিলেন ২৩৯। সেটা আজ টপকে গেলেন লাথাম। স্টিফেন ফ্লেমিংয়ের পর লাথামই প্রথম নিউজিল্যান্ডের ব্যাটার যিনি টেস্টে দুবার ২৫০-র বেশি রান করলেন। ওপেনার হিসেবে দ্বিতীয়বার আড়াইশো রান পূর্ণ করে সনথ জয়সূর্য, ক্রিস গেইল, অ্যালেস্টেয়ার কুক ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে একাসনে বসলেন লাথাম। একমাত্র বীরেন্দ্র শেহওয়াগই ওপেনার হিসেবে চারবার আড়াইশোর বেশি রান করেছেন। লাথামকে নিউজিল্যান্ডের ষষ্ঠ অধিনায়ক যিনি ওপেনার হিসেবে আড়াইশোর বেশি রান করলেন। ওপেনার হিসেবেই ১২টি টেস্ট শতরান পেয়েছেন লাথাম।

বিধ্বংসী কনওয়ে

ডেভন কনওয়ে কেরিয়ারের প্রথম পাঁচটি টেস্টেই ৫০-এর বেশি রান করার কীর্তি গড়েছিলেন গতকাল। আজ প্রথম বলেই শতরান পূর্ণ করার পর পাঁচটি টেস্টের ৯টি ইনিংসে এখনও অবধি তাঁর মোট রান ৬২৩। অভিষেকের পর প্রথম ৫টি টেস্টে সর্বাধিক রানের নিরিখে কনওয়ে রইলেন তৃতীয় স্থানে। সর্বাধিক রানের নজির রয়েছে সুনীল গাভাসকরের (৮৩১) দখলে, তারপর রয়েছেন জর্জ হেডলি (৭১৪)।

বোল্ট ম্যাজিক

বোল্ট ম্যাজিক

ট্রেন্ট বোল্ট ৫টি উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন। কেরিয়ারের ৭৫তম টেস্টে তাঁর এখনও অবধি উইকেট-সংখ্যা ৩১০। নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তাঁর আগে নিউজিল্যান্ডের যাঁরা টেস্টে ৩০০টি টেস্ট উইকেট পেয়েছেন তাঁরা হলেন স্যর রিচার্ড হ্যাডলি (৪৩১), ড্যানিয়েল ভেত্তোরি (৩৬১) ও টিম সাউদি (৩২৮)। বোল্টের দাপটে বাংলাদেশ লজ্জার রেকর্ডের মুখোমুখিও হয়েছে। প্রথম পাঁচ ব্যাটারের সম্মিলিত রান ১৯। ২০০১ সালে ঢাকা টেস্টেও ঠিক এমনটাই হয়েছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে।

English summary
Latham Hits 252 Boult Gets 300th Wicket As New Zealand Set To Level Test Series Against Bangladesh. Devon Conway Gets Third Hundred In His Fifth Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X