For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, মনে করছে ফ্র্যাঞ্চাইজি

করোনা আবহে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, মনে করছে ফ্র্যাঞ্চাইজি

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে বিশ্বজুড়ে থর হরিকম্প পরিস্থিতি। ভাইরাসের থাবায় ইতিমধ্যে বিশ্বে ৮১ লক্ষ মানুষ আক্রান্ত। এই অবস্থায় জুলাইয়ে ক্রিকেট ফিরছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইংল্যান্ড। টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হলে সেপ্টেম্বরে ফিরতে পারে আইপিএলও। আর সেই আইপিএলে ভিউয়ারশিপ বাড়তে চলেছে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি।

করোনা আবহে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, মনে করছে ফ্র্যাঞ্চাইজি

মঙ্গলবার, এবছর বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব বলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি নেবে।

করোনা আবহে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, মনে করছে ফ্র্যাঞ্চাইজি

কিন্তু ১৬ দেশ থেকে ক্রিকেটারদের নিয়ে এসে বিশ্বকাপ আয়োজন করে কোনও ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ পিছিয়ে গেলে সেপ্টেম্বর হতে পারে আইপিএল।

করোনা আবহে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, মনে করছে ফ্র্যাঞ্চাইজি

এই নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া জানিয়েছেন, 'করোনার বর্তমান পরিস্থিতির কারণে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা কঠিন। সেক্ষেত্রে সেই সময়ে আইপিএল হলে টুর্নামেন্ট নিয়ে আগ্রহ আরও বাড়়বে। আইপিএল দিনক্ষণ ঘোষণা করে দিলেই স্পনসররাও আগ্রহ পেয়ে যাবেন। '

করোনা আবহে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, মনে করছে ফ্র্যাঞ্চাইজি

নেস আরও জানিয়েছেন, 'আইসিসি পুরো বিষয়টা দেরি করছে। বিসিসিআইয়ের উচিত দিনক্ষণ ঘোষণা করে দেওয়া। এটা হলে সঙ্গে সঙ্গে স্পনসররা টিভিতে আইপিএল দেখানোর দিনক্ষণ বিচার করে বিজ্ঞাপনের বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করবে। আইপিএল দিয়ে এভাবেই অর্থনীতি চাঙ্গা হবে। ' তবে ফর্ম্যাট পাল্টে লিগের ম্যাচ কমিয়ে দিলে স্পনসর সমস্যা তৈরি হবে বলে মনে করছেন পাঞ্জাব মালিক। প্রসঙ্গত এর আগে চেন্নাই সুপার কিংস ও কেকেআর লিগের ম্যাচের সংখ্যা কমানোর বিরোধিতা করেছে।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতা পাঁচ ম্যাচের দিকে নজর ফেরানো যাকআইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতা পাঁচ ম্যাচের দিকে নজর ফেরানো যাক

English summary
Kings xi punjab Franchisees predict viewership will increase amid Covid-19 crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X