For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যানের শিরোপা দখল করলেন জো রুট, রোহিত নামিয়ে দিলেন বিরাটকে

  • |
Google Oneindia Bengali News

ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফের বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট উঠল ইংল্যান্ড অধিনায়ক জো রুটের মাথায়। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর সময় টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থেকে শুরু করেছিলেন রুট। দ্বিতীয় টেস্টের পর উঠে এসেছিলেন দুইয়ে। প্রত্যাশিতভাবেই চতুর্থ টেস্ট শুরুর ঠিক আগের দিন তিনি বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান হয়ে গেলেন। অন্যদিকে, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গিয়েছেন রোহিত শর্মা।

বিশ্বের ১ নম্বর রুট

বিশ্বের ১ নম্বর রুট

নটিংহ্যাম, লর্ডস ও লিডসে মোট তিন-তিনটি অধিনায়কোচিত শতরান এসেছে রুটের ব্যাট থেকে। এখনও অবধি তিন টেস্টে তাঁর রান ৫০৭, গড় ১২৬.৭৫। এই স্বপ্নের ফর্মের সুবাদেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে ব্যাটসম্যানদের সিংহাসন ৬ বছর পর দখল করলেন রুট। লিডস টেস্টের পারফরম্যান্স জনি বেয়ারস্টোকে পাঁচ ধাপ তুলে এনে রাখল ২৪ নম্বরে, ডেভিড মালান ব্যাটসম্যানদের তালিকায় উঠে এলেন ৮৮-তে।

রোহিতের উত্থানে বিরাটের পতন

রোহিতের উত্থানে বিরাটের পতন

বিরাট কোহলিকে টপকে রোহিত শর্মা চলে এসেছেন পঞ্চম স্থানে। হেডিংলিতে রোহিত ১৯ ও ৫৯ রান করেন। বিরাট কোহলি লিডসে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছেন ষষ্ঠ স্থানে। প্রথম দশ টেস্ট ব্যাটসম্যানের তালিকার বাইরে চলে গিয়েছেন ঋষভ পন্থ, তিনি এখন ১২ নম্বরে রয়েছেন। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করায় চেতেশ্বর পূজারা তিন ধাপ উঠে চলে এসেছেন ১৫ নম্বরে। অজিঙ্ক রাহানে নেমে গিয়েছেন ১৮ নম্বরে। নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলও। জাদেজা রয়েছেন ৪৫-এ, রাহুল ৪৮-এ।

প্রথম পাঁচে জিমি

প্রথম পাঁচে জিমি

তৃতীয় টেস্টে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের বোলারদের লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা পাঁচ বোলারের মধ্যে চলে এসেছেন জেমস অ্যান্ডারসন। এক ধাপ উঠে তিনি এখন পঞ্চম স্থানে। নয় ধাপ উঠে লিডস টেস্টের সেরা অলি রবিনসন চলে এসেছেন ৩৬ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে ফের ঢুকে পড়ে ক্রেগ ওভার্টন রয়েছেন ৭৩ নম্বরে। ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। তিনি সম্ভবত ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশেও আসতে চলেছেন তিন টেস্টে বাইরে থাকার পর। এক ধাপ উঠে ১০ নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ শামি ১৮ নম্বরে উঠে এসেছেন। ১৯-এ নেমে গিয়েছেন ইশান্ত শর্মা, বোলারদের ক্রমতালিকায় নেমে গিয়ে ৪১ নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ, ৫৬ নম্বরে শার্দুল ঠাকুর। অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

English summary
Joe Root Becomes Number 1 Test Batsman After Six Years. Rohit Sharma Overtakes Virat Kohli In ICC Test Rankings For Batting As James Anderson Now One Of Top 5 Test Bowlers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X