For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১-এর দ্রুততম অর্ধশতরান হাঁকানো পৃথ্বী হলেন রাহানের উত্তরসূরি

আইপিএল ২০২১-এর দ্রুততম অর্ধশতরান হাঁকানো পৃথ্বী হলেন রাহানের উত্তরসূরি

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বড় জয় হাসিল করল দিল্লি ক্যাপিটালস। সৌজন্যে ওপেনার পৃথ্বী শ-এর ঝড়ো ব্যাটিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুর্দান্ত ইনিংস খেলে আইপিএলের বুকে দুটি অনন্য নজির গড়েছেন মুম্বইকর। পেরিয়ে গিয়েছেন রথী-মহারথীদের। এ ব্যাপারে পরিসংখ্যান কী বলছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পৃথ্বীর দুর্দান্ত ব্যাটিং

পৃথ্বীর দুর্দান্ত ব্যাটিং

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে দানবের মতো ব্যাটিং করেন তরুণ পৃথ্বী শ। ২০০-এর ব্যাটিং স্ট্রাইক রেটে ৪১ বলে ৮২ রান করেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। ১১টি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। তাঁর এই ইনিংসের সৌজন্যে কেকেআরের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জেতে দিল্লি।

ছবি সৌজন্যে : পিটিআই

চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান

চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান

কেকেআরের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেন পৃথ্বী শ। চলতি আইপিএলের দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দীপক হুডা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন।

ছবি সৌজন্য : পিটিআই

আইপিএলের দ্বিতীয় ক্রিকেটার

আইপিএলের দ্বিতীয় ক্রিকেটার

কেকেআরের ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ৬টি চার মারেন পৃথ্বী শ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। রাজস্থান রয়্যালসের জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একই কাজ ২০২১ সালে করে দেখিয়েছিলেন অজিঙ্ক রাহানে।

ছবি সৌজন্যে : পিটিআই

প্রথম ওভারে ২৫ রান

প্রথম ওভারে ২৫ রান

আইপিএলের এক ইনিংসের প্রথম ওভারেই ৬টি চার মেরেছেন পৃথ্বী শ। যা টুর্নামেন্টে নজির। অন্যদিকে এক ওভারে ২৫ রান দিয়ে এ সংক্রান্ত তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কেকেআরের ফাস্ট বোলার শিবম মাভির নাম।

ছবি সৌজন্যে : পিটিআই

English summary
IPL 2021 : Prithvi Shaw became 2nd batsman of the tournament to hit 6 fours in an over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X