For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল কেরিয়ারের সেরা ব্যাটিং নীতীশের, দীনেশের ফিনিশিং টাচে চেন্নাইকে কত রানের টার্গেট দিল কেকেআর

আইপিএল কেরিয়ারের সেরা ব্যাটিং নীতীশের, মর্গ্যান-দীনেশ জুটিতে চেন্নাইকে কত রানের টার্গেট দিল কেকেআর

  • |
Google Oneindia Bengali News

মরুশহর দুবাইয়ে আইপিএল কেরিয়ারের সেরা ব্যাটিং নীতীশ রানার। ওপেন করতে নেমে এদিন ৬১ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন। ১৩ রানের জন্য শতরান মাঠে ফেলে এলেন নাইট বাঁ-হাতি। তাঁর মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে প্লে- অফে চতুর্থ স্থানের লড়াইয়ে মরণ বাঁচন ম্যাচে চেন্নাইকে জয়ের জন্যে ১৭৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কেকেআর। শেষ দিকে ১০ বলে ২১ রানে অপরাজিত থেকে নাইটদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক দলকে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে পৌঁছে দেন।

আইপিএল কেরিয়ারের সেরা ব্যাটিং নীতীশের, দীনেশের ফিনিশিং টাচে চেন্নাইকে কত রানের টার্গেট দিল কেকেআর

ওয়াটসন-রাইডুদের ব্যাটিংয়ের বিরুদ্ধে এই রানের পুঁজি নিয়ে কামিন্স-ফার্গুসন-নারিনকে শেষ পর্যন্ত ম্যাচ বার করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

টসে হেরে ধোনির আমন্ত্রণে শুরুতে ব্যাটিংয়ে এসে ব্যাটে এদিন নজর কাড়ল কেকেআর। নীতীশ রানা ও শুভমান গিলের ওপেনিং কম্বিনেশন পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৮ রান যোগ করে। ৬.২ ওভারেই এদিন ৫০ রানে পৌঁছে যায় কেকেআর।

গিল ১৭ বলে ২৮ করে আউট হন। তিন নম্বরে নেমে এদিন ফের ব্যাটে ব্যর্থ নারিন। ৭বলে মাত্র ৭ রান যোগ করতে পারেন। চলতি মরসুমে প্রথমবার দলে এসে চার নম্বরে নেমে মাত্র ১১ রানে আউট হয়ে হতাশ করলেন রিঙ্কু সিং। তবে নীতীশ রানার দায়িত্বশীল ব্যাটিং নাইটদের ভুল ভ্রান্তি ঢেকে যায়। ১০টি চার ও ৪টি ছক্কায় ৮৭ রানের ইনিংসে দলের ভরসা রাখলেন রানা। এর আগে গত মরসুমে রানার ৮৫ রানের ইনিংস এতদিন আইপিএলে তাঁর কেরিয়ার সেরা ছিল। এদিন পুরনো কীর্তি ভেঙে ৮৭ রানে পৌঁছে নতুন কেরিয়ার সেরা ব্যাটিংয়ের রেকর্ড গড়লেন।

অধিনায়ক মর্গ্যান এদিন ১৫ রানে আউট হলেও ১০ বল খেলে ৩টি চারের সাহায্যে দুরন্ত ২১ রান হাঁকিয়ে দীনেশ কার্তিক দলকে ১৭২ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেন।

English summary
IPl 2020: Nitish Rana hit 61 balls 87, helps kkr finish 172 runs, Csk need 173 to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X