For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির উপর বেশি নির্ভরশীল ভারত! অস্ট্রেলিয়ার সিরিজ জেতার সম্ভাবনা আছে, মত গ্রেগ চ্যাপেলের

ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ নেই। রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে ফিরছেন। এই পরিস্থিতিতে এবার ভারতীয় দল বিরাট কোহলির উপর বেশি নির্ভর করবে। অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে। মত গ্রেগ চ্যাপেলের।

  • |
Google Oneindia Bengali News

নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু। দিল্লি, ধরমশালা হয়ে আমেদাবাদে গিয়ে চার টেস্টের সিরিজ শেষ হবে। অ্যাশেজ জেতার পর পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বিশ্বের ১ নম্বর টেস্ট দল। ফাইনাল ফ্রন্টিয়ারে এবার ভারতে প্যাট কামিন্সদের সিরিজ জয়ের আশা দেখছেন গ্রেগ চ্যাপেল।

বিরাট-নির্ভরতা

বিরাট-নির্ভরতা

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন কোচ চ্যাপেল মনে করেন, এবারের অস্ট্রেলিয়া সিরিজে ভারতকে অতিরিক্ত নির্ভরশীল থাকতে হবে বিরাট কোহলির উপর। চ্যাপেল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলেছেন, অস্ট্রেলিয়া এবার সিরিজ জিততে পারে। ভারত দেশের মাটিতে শক্তির নিরিখে এবার দুর্ভেদ্য মনে হবে না। কেন না ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহ নেই। রবীন্দ্র জাদেজাও চোট সারিয়ে ফিরছেন। ফলে ভারতকে অনেকটাই নির্ভর করতে হবে বিরাট কোহলির উপর।

ভারতের কৌশল সম্পর্কে সজাগ করলেন

ভারতের কৌশল সম্পর্কে সজাগ করলেন

২০১৪-১৫ মরশুমে ভারত ১-২ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে সিরিজে হেরেছিল। তারপর থেকে তিনটি টেস্ট সিরিজে জিতেছে, যার মধ্যে দুটি অস্ট্রেলিয়ার মাটিতেই। গ্রেগ চ্যাপেল অজিদের সতর্ক করে দিয়ে বলেছেন, টেস্ট পঞ্চম দিন অবধি গড়ালে ভারতেরই জয়ের সম্ভাবনা থাকবে। তিনি বলেন, ভারতে সফররত দলগুলির ক্ষেত্রে দেখা গিয়েছে একটা সময় অবধি মনে হয় ম্যাচের ফয়সালা হবে না। কিন্তু হঠাই পট পরিবর্তন হয়ে যায়। এটা করতে ভারতীয়রা সিদ্ধহস্ত। ফলে অস্ট্রেলিয়াকে সেই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুত থেকে ব্যাটিং ও বোলিং করতে হবে।

নজরে পিচ

নজরে পিচ

চ্যাপেল মনে করেন, দিল্লি ও ধরমশালা ভারতের দুর্গ। নাগপুরে লাল মাটির পিচ, যেখানে প্রথম তিন দিন ব্যাট করা সহজ হবে। যদি না পুরোপুরি ঘূর্ণি পিচ বানানো হয়। আমেদাবাদে লাল ও কালো মাটির তৈরি পিচ রয়েছে। অস্ট্রেলিয়াকে জিততে হলে নতুন বলে উইকেট তুলে নিতে হবে। বল নরম হলে রিভার্স স্যুইং আদায় করতে হবে। ভারতে স্পিনাররা সহায়তা পেলেও চার ভালো পেসার ও ক্যামেরন গ্রিনকে খেলানোর পরামর্শ দেন চ্যাপেল। ভারতের বিরুদ্ধে নাথান লিয়ঁর সঙ্গে অ্যাশটন অ্যাগারকে খেলানোর পরামর্শ দেন চ্যাপেল।

কামিন্সদের পরামর্শ চ্যাপেলের

কামিন্সদের পরামর্শ চ্যাপেলের

ভারতে প্রায়ই সিরিজ হচ্ছে। আইপিএলও ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়িয়েছে। ফলে ভারতে এসে সাফল্য পাওয়ার রহস্য আগের মকো কঠিন নয় বলে মন্তব্য করেছেন চ্যাপেল। ডেভিড ওয়ার্নারের টেস্টে ভারতের ট্র্যাক রেকর্ড উন্নত করার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিয়েছেন। উসমান খোয়াজা, অ্যালেক্স ক্যারি, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিনদের যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে ভারতে উচ্চমানের স্পিন আক্রমণের বিরুদ্ধে পরীক্ষা দিতে হবে তাও মনে করান গুরু গ্রেগ। উপমহাদেশে মার্নাস লাবুশানেরও পরীক্ষা। নজর থাকবে স্টিভ স্মিথের দিকেও।

English summary
Former Indian Coach Greg Chappell Feels India Will Rely Heavily On Virat Kohli. According To Chappell, Australia Can Win The Test Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X