For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকবে ক্রিকেট? কোন প্রস্তাব গেল আইসিসির তরফে? বড় দায়িত্বে জয় শাহ

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ২০২৮ সালের অলিম্পিকে টি ২০ ফরম্যাটে ক্রিকেট থাকতে পারে। বড় দায়িত্বে জয় শাহ। আইওসির কাছে ৬ দলের ইভেন্ট আয়োজনের প্রস্তাব পাঠাল আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

প্যারিসে আগামী বছর বসছে অলিম্পিকের আসর। তার পরের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। ২০২৮ সালের সেই অলিম্পিকে ক্রিকেট থাকবে কিনা সেই বিষয়টি জানা যেতে পারে অক্টোবরে। আপাতত গেমস আয়োজক কমিটির কাছে পৌঁছে গেল আইসিসির প্রস্তাব। পুরুষ ও মহিলাদের ক্রিকেটের ইভেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে, অংশ নেবে ৬টি করে দেশ।

অলিম্পিকে ক্রিকেট?

অলিম্পিকে ক্রিকেট?

জানা গিয়েছিল, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট যোগ করা হবে না। যদিও ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ওই অলিম্পিকে কোন নতুন খেলাগুলি যুক্ত করা হবে তার তালিকা মার্চের মধ্যে তৈরি করে ফেলবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস আয়োজক কমিটি। তার ভিত্তিতে অক্টোবর নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আইওসির সেই সেশনটি হওয়ার কথা মুম্বইয়ে।

টি ২০ ফরম্যাটে হতে পারে

টি ২০ ফরম্যাটে হতে পারে

আইসিসির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা মান্য়তা পেলে নির্ধারিত সময়সীমায় আইসিসি পুরুষ ও মহিলাদের টি ২০ ক্রমতালিকায় প্রথম ছয়ে থাকা দেশগুলিই অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে অলিম্পিকের টুর্নামেন্ট কোন ফরম্যাটে হবে তা চূড়ান্ত করেনি আইসিসি। এ ব্যাপারে গেমস আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যদিও টি ২০ বা ৫০ ওভার নয়, ২০ ওভারের খেলা বা টি ২০ ফরম্যাটেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। টোকিও অলিম্পিকে ১১,৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্যারিসে সেটা কমিয়ে আনা হচ্ছে ১০,৫০০-তে। আর্থিক দিকটির বিষয়টি মাথায় রেখেই প্রতিযোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই। সে কারণেই ৬টি করে দেশের দল নিয়েই হতে পারে ক্রিকেটের ইভেন্ট।

পুরুষ ও মহিলাদের ইভেন্ট

পুরুষ ও মহিলাদের ইভেন্ট

আইওসি চাইছে ক্রিকেটের ইভেন্ট হোক একটি স্টেডিয়ামেই। ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট ছিল। সেখানেও দুটি স্টেডিয়ামের সুপারিশ করেছিল আইসিসি। কিন্তু খরচ বাঁচানোর স্ট্র্যাটেজি অবলম্বন করায় এজবাস্টনেই সব ম্যাচ হয়েছিল। তবে পুরুষ ও মহিলাদের ক্রিকেট একই স্টেডিয়ামে আয়োজন সম্ভব কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে লড়তে হচ্ছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোজ, ব্রেক ডান্সিং, কারাটে, কিকবক্সিং, স্কোয়াশ ও মোটরস্পোর্টের সঙ্গে। কতগুলির ভাগ্যে শিকে ছিঁড়বে সেটা দেখার। আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালার্ডিস গত মাসে লস অ্যাঞ্জেলেসে গিয়ে গেমস আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে কথা বলেছেন। আইসিসি প্রতিনিধিদল গিয়েছিল আইওসির সদর দফতরেও।

বড় দায়িত্বে জয় শাহ

বড় দায়িত্বে জয় শাহ

আইসিসির অলিম্পিক্স ওয়ার্কিং গ্রুপে নেওয়া হয়েছে বিসিসিআই সচিব জয় শাহকে। এই ওয়ার্কিং গ্রুপের শীর্ষে রয়েছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন্দ্রা নুয়ি ও ইউএসএ ক্রিকেটের প্রাক্তন প্রেসিডেন্ট পরাগ মারাঠে। ভারত যে অদূর ভবিষ্যতে গেমস আয়োজনে আগ্রহী সেটা জানে আইওসি। ভারতের বাজার ধরার ক্ষেত্রে তাই জয় শাহকে অলিম্পিক আয়োজনের প্রক্রিয়ার মধ্যে রাখা তাৎপর্যপূর্ণ। বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করছেন জয় আইসিসিতে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ফিনান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ারস কমিটির মাথাতেও তিনি রয়েছেন। অলিম্পিকে ক্রিকেটকে যোগ করার ক্ষেত্রে আইওসির সঙ্গে আলোচনার জন্য জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে বিশ্বাস আইসিসিরও।

English summary
ICC Recommends 6-team T20 Events For Both Men And Women To 2028 Los Angeles Olympics. Jay Shah Has Been Added To ICC's Olympics Working Group.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X