For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশোক দিন্দাকে নিয়ে কী ভাবছে সিএবি? কী-ই বা বললেন যুযুধান রণদেব বসু

অশোক দিন্দাকে নিয়ে কী ভাবছে সিএবি? কী-ই বা বললেন যুযুধান রণদেব বসু

  • |
Google Oneindia Bengali News

রাগে-অভিমানে বাংলা থেকে তল্পি-তল্পা গুটিয়ে অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতীয় ফাস্ট বোলার অশোক দিন্দা। অভিযোগ, তিনি রাজনীতির শিকার। অন্য রাজ্যের হয়ে ভালো খেলে নিজের প্রতি হওয়া বঞ্চনার জবাব দিতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন বাংলা ক্রিকেটের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক। যদিও দিন্দা যেতে চাইলে তাঁকে আটকে রাখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি।

দিন্দার আন্তর্জাতিক কেরিয়ার

দিন্দার আন্তর্জাতিক কেরিয়ার

ভারতের হয়ে ১৩টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অশোক দিন্দা দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২ ও ১৭টি উইকেট নিয়েছেন। ২০১৩ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল দিন্দাকে।

ঘরোয়া ক্রিকেটে দিন্দা

ঘরোয়া ক্রিকেটে দিন্দা

বাংলার হয়ে ১১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা অশোক দিন্দা ৪২০টি উইকেট নিয়েছেন। কিংবদন্তি উৎপল চ্যাটার্জীর পর তিনিই বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক উইকেট নিয়েছেন।

দিন্দা বনাম রণদেব

দিন্দা বনাম রণদেব

অভিযোগ, গত মরশুমের রঞ্জি ট্রফি চলার সময় বাংলার প্রাক্তন ফাস্ট বোলার তথা বর্তমান বোলিং কোচ রণদেব বসুকে প্রকাশ্যেই হেনস্থা করেছিলেন অশোক দিন্দা। তা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র কড়া বার্তা সত্ত্বেও এ ব্যাপারে ক্ষমা চাইতে রাজি হননি দিন্দা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত মরশুমের রঞ্জি ট্রফির অধিকাংশ ম্যাচে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। তা সত্ত্বেও টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বাংলা ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং করেছিলেন ঈশান পোড়েল, আকাশদ্বীপ ও মুকেশ কুমারের মতো তরুণরা। অন্যদিকে তিনি রাজনীতির শিকার বলে অভিযোগ করেছেন অশোক দিন্দা। যদিও দিন্দার অভিযোগ ও তাঁর বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি যুযুধান রণদেব বসু।

বাংলা ছাড়ছেন দিন্দা

বাংলা ছাড়ছেন দিন্দা

বাংলা ক্রিকেট দলের সঙ্গে যে সাপোর্ট স্টাফরা যুক্ত রয়েছেন, তাঁদের সঙ্গে তিনি আর কাজ করতে চান না বলে জানিয়েছেন অশোক দিন্দা। বলেছেন, তাঁর বাংলা ছাড়া সিদ্ধান্ত চূড়ান্ত। সূত্রের খবর, প্রাথমিকভাবে পন্ডিচেরির সঙ্গে দিন্দার কথা অনেক দূর এগিয়েছিল। তালিকায় গোয়া এবং ছত্তিশগড়ও রয়েছে বলে জানা গিয়েছে। সিএবি-র তরফে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলে খুব শীঘ্র তিনি অন্য রাজ্যে পাড়ি দেবেন বলে জানিয়েছেন অশোক দিন্দা। বলেছেন, আর হয়তো মেরেকেটে দুই বছর ক্রিকেট খেলবেন। এই সময়টা তিনি শান্তিতে কাটাতে চান বলে জানিয়েছেন বাংলার ফাস্ট বোলার।

দিন্দাকে নিয়ে সিএবি-র ভাবনা

দিন্দাকে নিয়ে সিএবি-র ভাবনা

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র একটা সূত্র মারফত জানা গিয়েছে নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি-র চেয়ে অশোক দিন্দার আবেদন পত্র এখনও তাদের কাছে জমা পড়েনি। তবে রাজ্যের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার বাংলা ছাড়তে চাইলে তাঁকে আটকে রাখা হবে না বলেও সিএবি-র তরফে জানানো হয়েছে। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের এনওসি দিতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি বাধ্য। তবে তারা দিন্দার সঙ্গে এই ইস্যুতে কথা বলবেন বলেও জানিয়েছেন এক সিএবি কর্তা।

সৌরভ ও দ্রাবিড়কে দুর্দান্ত টাইমার বললেন ১৯৯৬-এর লর্ডস টেস্টের ইংল্যান্ড পেসারসৌরভ ও দ্রাবিড়কে দুর্দান্ত টাইমার বললেন ১৯৯৬-এর লর্ডস টেস্টের ইংল্যান্ড পেসার

English summary
CAB will give no objection if Ashok Dinda play for other state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X