For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে কি ভারতেই হবে আইপিএল ২০২১? নাকি ফের অন্য দেশে নোঙর বাঁধবে বিসিসিআই?

করোনার আবহে কি ভারতেই হবে আইপিএল ২০২১? নাকি ফের অন্য দেশে নোঙর বাঁধবে বিসিসিআই?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে শত প্রতিকূলতাকে হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২০ আয়োজন করেছিল বিসিসিআই। বিদেশে টুর্নামেন্টের জনপ্রিয়তা দেখে উচ্ছ্বসিত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সেই অনুভূতি সঙ্গে নিয়ে ২০২১ সালের আইপিএল কোথায় করা যেতে পারে, তা নিয়ে বিসিসিআই হালকা আলোচনা সেরে রেখেছে বলে সূত্রের খবর। ঠিক কী আলোচনা হয়েছে, তা জেনে নেওয়া যাক।

২০২১ সালের কোথায় আইপিএল

২০২১ সালের কোথায় আইপিএল

চলতি বছরের এপ্রিলে আইপিএলের আসর বসাতে বদ্ধপরিকর। করোনা ভাইরাস পিছু না ছাড়লেও আরও একবার অতিমারীকে গুনে গুনে গোল দেওয়ার ভাবনায় রয়েছে জয় শাহ শিবির। তবে কোভিড ১৯-এর প্রভাব না কমায় ভারতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধন্দ রয়ে যাচ্ছে। এমতাবস্থায় ফের সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

গভর্নিং কাউন্সিলের বৈঠক

গভর্নিং কাউন্সিলের বৈঠক

গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানেই নাকি প্রাথমিক ভাবে ঠিক হয়েছে যে ভারতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না হলে ফের তা অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া যেতেই পারে। তবে ভারতে আইপিএল আয়োজন করাই যে ব্রিজেশ প্যাটেলদের আসল ইচ্ছা, তা বোঝাই যাচ্ছে।

সৈয়দ মুস্তাক আলির ওপর নির্ভর

সৈয়দ মুস্তাক আলির ওপর নির্ভর

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। জৈব সুরক্ষা বলয় এবং কড়া নজরদারিতে দেশে এই টুর্নামেন্ট কতটা সফলভাবে আয়োজন করা সম্ভব, তার ওপর আইপিএলের ভবিষ্যত নির্ভর করবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ ফের দেশের বাইরে যাক, তেমনটা চান না ভারতীয় ক্রিকেট প্রেমীরাই।

২০২০ সালের আইপিএল

২০২০ সালের আইপিএল

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের আইপিএল হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হয় সব ম্যাচ। ফলে এবারের আইপিএল টিভি ভিউয়ারশিপ রেকর্ড গড়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

English summary
BCCI is keen to host 2021 IPL in UAE in pandemic situation, report suggest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X