For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শ্রীরাম নিয়ে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর, মোদীর সুশাসন বোঝাতে রাবণের লঙ্কার তুলনা টানলেন কেষ্ট

জয় শ্রীরাম নিয়ে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর, মোদীর সুশাসন বোঝাতে রাবণের লঙ্কার তুলনা টানলেন কেষ্ট

Google Oneindia Bengali News

মোদী রামের নাম করে কতটা সুশাসন চালাচ্ছেন দেশ তা বোঝাতে রাবণের শ্রীলঙ্কার তুলনা টানলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কটাক্ষ করে বলেছেন এতোটাই অপদার্থ প্রধানমন্ত্রী যে রামের দেশে পেট্রোলের দাম ৯১ টাকা লিটার আর রাবণের দেশ শ্রীলঙ্কায় তেলের দাব ৫১ টাকা লিটার। তাহলেই বোঝা যাচ্ছে রামের নাম করে কতটা সুশাসন চালাচ্ছে বিজেপি রাজ্যে। প্রসঙ্গত উল্লেখ্য নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলতে উঠলে জয় শ্রীরাম স্লোগান দেন কয়েকজন বিজেপি সমর্থক। ভাষণ না দিয়ে চলে যান মমতা।

মোদীকে আক্রমণ অনুব্রতর

মোদীকে আক্রমণ অনুব্রতর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করেছেন বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি মোদীর সুশাসনকে কটাক্ষ করে বলেছেন রামের দেশে পেট্রোলের দাম ৯১ টাকা আর রাবণের দেশ শ্রীলঙ্কায় পেট্রোলের দাম ৫১ টাকা। অপদার্থ প্রধানমন্ত্রী বলে আক্রমণ শানিয়েছেন অনুব্রত মণ্ডল। গত কয়েকদিন ধরেই বাজেট নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সুরেই সুর মিলিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।

খেলা হবে

খেলা হবে

গত কয়েকদিন ধরেই তোলপাড় বীরভূম। একের পর এক বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিেয়ছে। একদিকে অনুব্রত মণ্ডল একাধিক সভায় খেলা হবে স্লোগান তুলেছেন। খেলা হবে , ভয়ঙ্কর খেলা হবে বলে স্লোগান তুলেছেন অনুব্রত। তৃণমূল কংগ্রেস নেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন খেলা হবে, গুলি চলবে, দেশদ্রোহীদের গুলি করে মারা হবে। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা বাড়ি গেলেই ঝাঁটা পেটা করুন আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

অনুব্রতর প্রতিপক্ষ তৈরি

অনুব্রতর প্রতিপক্ষ তৈরি

বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রতিপক্ষ তৈরি করে ফেলেছে বিজেপি। একেবারে সঠিক সময়ে কালোসোনা মণ্ডলের সাসপেনশন শেষ হয়েছে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। অনুব্রতকে টক্কর গিতে কালোসোনা মণ্ডলকে এবার ময়দানে নামাতে চলেছে বিজেপি। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন দিলীপরা। ইতিমধ্যেই কালোসোনা মণ্ডলকে নিে একাধিক সভা ও ব়্যালি করে ফেলেছে বিজেপি।

অনুব্রতর গড় টার্গেট

অনুব্রতর গড় টার্গেট

অমিত শাহ দ্বিতীয়বার রাজ্য সফরে এসেই টার্গেট করেছিলেন অনুব্রতর গড়কে। বোলপুরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করে শক্তি প্রদর্শন করেছিলেন। তার পাল্টা দিয়েছিল অনুব্রতও। প্রায় ১ লক্ষ লোককে নিয়ে দলনেত্রীর নেতৃত্বে বোলপুরে পদযাত্রা করেছিলেন অনুব্রত মণ্ডল।

English summary
TMC leader Anubrata Mandal slams Narendra Modi over petrol price hyke
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X